Iman Chakraborty: মা হওয়ার গুজব প্রসঙ্গে মুখ খুললেন ইমন, জানালেন কে আসছে তাঁদের সংসারে

ইমন তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আর বিলম্বনা নয়’। এর পরই খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সর্বত্র রটে যায় মা হচ্ছেন ইমন। নতুন সদস্য আসছে ইমন ও নিলাঞ্জনের পরিবারে।

১৪ জুন ইমন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। তা ঘিরে শুরু হয়েছে বিস্তর জল্পনা। সব শেষ তার সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন গায়িকা।

ইমন তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আর বিলম্বনা নয়’। এর পরই খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সর্বত্র রটে যায় মা হচ্ছেন ইমন। নতুন সদস্য আসছে ইমন ও নিলাঞ্জনের পরিবারে। সকলেই শুভেচ্ছা জানাতে থাকেন তাঁদের। কেউ বলেন, তোমার সন্তানকে দেখার অপেক্ষায় আছি। তো কেউ বলেন, মা হওয়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ইমন। তেমনই এই পোস্ট শয় শয় ভক্ত শুভেচ্ছা জানায়। এভাবে চর্চায় উঠে আসেন ইমন। সকলের থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে তিনি বেজায় বিরক্তি প্রকাশ করেন। নিশ্চয়ই ভাবছেন, এমন খুশির খবরে সকলে শুভেচ্ছা জানাবে তা তো স্বাভাবিক। তবে, ইমনের এমন আচরণ কেন? আসলে বিষয়টি পুরো ভিন্ন। নিজের নতুন গান ধিরে এমন পোস্ট করেছিলেন ইমন। গানের কথা জানাতেই লেখেন, ‘আর বিলম্বনা নয়’। কিন্তু, সকলে তার কথার ভুল মানে বের করে। সকলেই ভাবেন তিনি মা হচ্ছেন। যা একেবারে সত্য নয়। আর না জেনে সকলের থেকে এমন শুভেচ্ছা বার্তা পেয়ে বেশ বিরক্ত ইমন।

Latest Videos

এদিকে কদিন আগে প্রাক্তন প্রেমিকের বিচ্ছেদের কারণে খবরে আসেন ইমন। কদিন আগে শোভন-স্বস্তিকার বিচ্ছদের খবর প্রকাশ্যে আসে। এতে অনেকে আঙুল তুলেছিলেন ইমনের দিকে। এক সময় ইমন ও শোভনের প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিন সম্পর্ক থাকলেও সেই প্রেম পরিণতি পাইনি। বিচ্ছেদ হয় তাঁদের। এরপর ইমনের জীবনে আসে নতুন মানুষ। বর্তমানে নিলাঞ্জনের সঙ্গে সুখে সংসার করছেন ইমন। তা সত্ত্বেও অনেকে বলেন শোভন- স্বস্তিকার বিচ্ছেদের কারণ ইমন।

তারপরই সেই স্বস্তিকার সঙ্গেই ছবি পোস্ট করে সকলকে চমক দেন ইমন। সদ্য ছিল ফাটাফাটি ছবির প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক সদস্য। উপস্থিত ছিলেন ইমন চক্রবর্তী। এদিন দুজনে একসঙ্গে ছবি তোলে। ইমনের পরনে ছিল হলুদ গাউন। আর স্বস্তিকা পরেছিলেন কালো বডিকন ড্রেস। দুজনে একসঙ্গে দাঁড়িয়ে পোজ দেন ক্যামেরার সামনে। আর সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, Ok Bye. স্বস্তিকা এবার কী হবে? এভাবে শোভনের দুই প্রাক্তনকে এক সঙ্গে এভাবে দেখবেন তা কেউই আশা করতে পারেননি

 

আরও পড়ুন

Adipurush: মুক্তির আগেই ছবির আয় গড়ল রেকর্ড, জেনে কত টাকার টিকিট বিক্রি হল ‘আদিপুরুষ’ ছবির

Manish Paul: চেহারা নিয়ে এক্সপেরিমেন্ট করে খবরে মণীশ পল, দেখে নিন কোন ছবির জন্য করলেন এমনটা

Star Kids: স্টার কিড হওয়া সত্ত্বেও বলিউড থেকে দূরে থেকেছেন এরা, রইল তালিকা

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo