টলিপাড়া কাঁপাতে প্রস্তুত টোটা রায় চৌধুরীর কন্যা, কবে করছেন ডেবিউ?

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুন্দরী হয়ে উঠছে তাঁর কন্যা। এখন তার বয়স সবে মাত্র ১৭।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নামজাদা অভিনেতা টোটা রায় চৌধুরী। বহু বছর ধরে অভিনয় করে চলেছেন টোটা রায় চৌধুরী। বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কখনও সিনেমার নায়ক, কখন খল নায়ক তো কখনও ভিন্ন কোনও চরিত্রে দেখা দিয়েছেন। বহুদিন ধরে কাজ করছেন টোটা রায় চৌধুরী। বর্তমানে ডেবিউ করেছেন হিন্দি ছবিতেও। কাজ করেছেন করণ জোহরের ছবিতে। রকি অউর রানি কি প্রেম কাহিনি মুক্তি পেয়েছে চলতি বছরেই।

এবার টলিপাড়া কাঁপাতে আসছেন টোটা রায় চৌধুরীর কন্যা। এমনই কানাঘুষো সর্বত্র। নিজের ব্যক্তিগত জীবন সব সময় আড়ালে রেখেছেন টোটা। তাঁর সুন্দরী স্ত্রীকে অনেকেই চেনেন না। তাঁদের এক কন্যাও আছে। আর মায়ের মতো সুন্দরী হয়েছে সেই কন্যা। মেয়ের নাম মৃগাক্ষী রায় চৌধুরী। টোটা রায় চৌধুরীর সোশ্যাল মিডিয়া ঘাঁটলে সহজে মিলবে না মেয়ে মৃগাক্ষী রায় চৌধুরীর ছবি। তবে, তাঁর স্ত্রী শর্মিলির সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেখতে পারেন মেয়েকে।

Latest Videos

 

 

টোটার অনেক ভক্তের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুন্দরী হয়ে উঠছে তাঁর কন্যা। এখন তার বয়স সবে মাত্র ১৭। পড়াশোনা নিয়ে বর্তমানে ব্যস্ত সে। তবে, ভবিষ্যতে বাবার পথেই হাঁটতে পারেন মৃগাক্ষী রায় চৌধুরী। এমনই ধারণা সকলের। সে যাই হোক, এখন শুধু সময়ের অপেক্ষা।

এদিকে শেষ টোটা রায় চৌধুরীকে দেখা গিয়েছিল রকি অউর রানি কি প্রেম কাহিনি। বাংলা থেকে টোটা ও চূর্ণি গঙ্গোপাধ্যায় অভিনয় করেন ছবিতে। আলিয়া ভাট, রণবীর সিং অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল টোটকাকে। অভিনয় তো বটেই সঙ্গে তাঁর নৃত্য দক্ষতা নজর কাড়ে সকলের। ছবিতে একজন নৃত্যশিল্পীর চরিত্রে দেখা দিয়েছিলেন টোটা।

 

Share this article
click me!

Latest Videos

আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?