টলিপাড়া কাঁপাতে প্রস্তুত টোটা রায় চৌধুরীর কন্যা, কবে করছেন ডেবিউ?

Published : Dec 12, 2023, 05:13 PM IST
Tota roy chowdhury

সংক্ষিপ্ত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুন্দরী হয়ে উঠছে তাঁর কন্যা। এখন তার বয়স সবে মাত্র ১৭।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নামজাদা অভিনেতা টোটা রায় চৌধুরী। বহু বছর ধরে অভিনয় করে চলেছেন টোটা রায় চৌধুরী। বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কখনও সিনেমার নায়ক, কখন খল নায়ক তো কখনও ভিন্ন কোনও চরিত্রে দেখা দিয়েছেন। বহুদিন ধরে কাজ করছেন টোটা রায় চৌধুরী। বর্তমানে ডেবিউ করেছেন হিন্দি ছবিতেও। কাজ করেছেন করণ জোহরের ছবিতে। রকি অউর রানি কি প্রেম কাহিনি মুক্তি পেয়েছে চলতি বছরেই।

এবার টলিপাড়া কাঁপাতে আসছেন টোটা রায় চৌধুরীর কন্যা। এমনই কানাঘুষো সর্বত্র। নিজের ব্যক্তিগত জীবন সব সময় আড়ালে রেখেছেন টোটা। তাঁর সুন্দরী স্ত্রীকে অনেকেই চেনেন না। তাঁদের এক কন্যাও আছে। আর মায়ের মতো সুন্দরী হয়েছে সেই কন্যা। মেয়ের নাম মৃগাক্ষী রায় চৌধুরী। টোটা রায় চৌধুরীর সোশ্যাল মিডিয়া ঘাঁটলে সহজে মিলবে না মেয়ে মৃগাক্ষী রায় চৌধুরীর ছবি। তবে, তাঁর স্ত্রী শর্মিলির সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেখতে পারেন মেয়েকে।

 

 

টোটার অনেক ভক্তের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুন্দরী হয়ে উঠছে তাঁর কন্যা। এখন তার বয়স সবে মাত্র ১৭। পড়াশোনা নিয়ে বর্তমানে ব্যস্ত সে। তবে, ভবিষ্যতে বাবার পথেই হাঁটতে পারেন মৃগাক্ষী রায় চৌধুরী। এমনই ধারণা সকলের। সে যাই হোক, এখন শুধু সময়ের অপেক্ষা।

এদিকে শেষ টোটা রায় চৌধুরীকে দেখা গিয়েছিল রকি অউর রানি কি প্রেম কাহিনি। বাংলা থেকে টোটা ও চূর্ণি গঙ্গোপাধ্যায় অভিনয় করেন ছবিতে। আলিয়া ভাট, রণবীর সিং অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল টোটকাকে। অভিনয় তো বটেই সঙ্গে তাঁর নৃত্য দক্ষতা নজর কাড়ে সকলের। ছবিতে একজন নৃত্যশিল্পীর চরিত্রে দেখা দিয়েছিলেন টোটা।

 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?