এবার মেখলার কন্ঠে 'শ্রাবণের ধারার মতো', রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে ফুটে উঠল মিষ্টি পরিবারের গল্প

Published : Dec 16, 2022, 04:58 PM ISTUpdated : Dec 16, 2022, 05:01 PM IST
Mekhla Dasgupta

সংক্ষিপ্ত

সম্প্রতি মুক্তি পেয়েছে মেখলার নতুন মিউজিক ভিডিও 'শ্রাবণের ধারার মতো'। মিউজিক ভিডিওটিতে শুধু গানই গাননি বরং অভিনয়ও করেছেন মেখলা।

জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত 'শ্রাবণের ধারার মতো'- নিয়ে উপস্থিত হলেন সঙ্গীত শিল্পী মেখলা দাশগুপ্ত। টি সিরিজ দ্বারা উপস্থাপিত মেখলা নতুন গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। মেখলার সুরেলা কন্ঠে এই গান যেন অন্য মাত্রা পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রচনায় মেখলার উপস্থাপনা সকলেরই মন ছুঁয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে মেখলার নতুন মিউজিক ভিডিও 'শ্রাবণের ধারার মতো'। মিউজিক ভিডিওটিতে শুধু গানই গাননি বরং অভিনয়ও করেছেন মেখলা।

'শ্রাবণের ধারার মতো' -গানটি শুনলেই যেন মনখারাপ এক মুহূর্তে ভাল হয়ে যায়। তার উপর মেখলার গলায় এই গানটি যেন সম্পূর্ণ ভিন্ন শোনাচ্ছে। প্রথম থেকে গান এবং মিউজিক শান্ত এবং ইতিবাচক অনুভূতি দিয়েছে। গানের শুরুতেই দেখা যাচ্ছে মেখলা বাড়ি ফিরে সকলকে একেবার সারপ্রাইজ দিয়েছে। সাদা রঙের ক্যাজুয়াল প্যান্ট, নীল রঙের টপ, মাথায় টুপি, চোখে সানগ্লাস, পরে বাড়িতে ঢুকছে। বাড়ি ঢুকেই একে একে পরিবারের সদস্যদের চমকে দিচ্ছে মেখলা। তারপরই ছাদে গিয়ে মায়ের সঙ্গে আনন্দে মেতে ওঠে। মাও একেবারে চমকে ওঠে মেয়েকে দেখে। তারপর মায়ের কোলে শুয়ে আদর খাওয়া, মাথায় তেল মাখা আরও কত কী। দেখে নিন মিউজিক ভিডিওটি,

 

শাড়ি পরে গিটার বাজিয়ে মন প্রাণ দিয়ে গান গাইছেন মেখলা। পরিবারের সকলে মিলে আনন্দে আতশ বাজি পোড়াচ্ছেন। পুরো ভিডিও জুড়েই আনন্দের মুহর্ত ধরা পড়েছে কোথাও কোনও বিষাদের সুর নেই। 'শ্রাবণের ধারার মতো' গানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অপূর্ব শ্রদ্ধা নিবেদন করেছেন মেখলা দাশগুপ্ত । মেখলা দাশগুপ্তাকে নিয়ে টি-সিরিজের বাংলা ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আদিত্য পাল। টলিউডের জনপ্রিয় রিয়্যালিটি শো-থেকেই উঠে এসেছেন মেখলা দাশগুপ্ত। বালুরঘাটের মেয়েই গানের গলাতেই মুগ্ধ হয়েছিল গোটা তিলোত্তমা বাসী। বাংলা সঙ্গীত জগতে এক নবীন প্রতিভা হিসাবে এই মুহূর্তে ব্যাপক জনপ্রিয় মেখলা দাশগুপ্ত। উল্লেখ্য, গত বছরই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেখলা দাশগুপ্ত । শিলিগুড়ির ছেলে অর্কর সঙ্গেই বেশ কয়েক বছর ধরেই নাকি সম্পর্কে ছিলেন মেখলা । অর্কর হাত ধরেই নতুন জীবনে পথচলা শুরু করেছেন মেখলা দাশগুপ্ত। সদ্যই বিবাহবার্ষিকীতে বিয়ের ভিডিওতে সুর বেঁধেছিলেন মেখলা। যা মন কেড়েছিল নেটিজেনদের। ভিডিও জুড়ে একাধিক বিয়ের মুহূর্তের ছবি সাজিয়ে তাতে নিজেই গান গেয়ে ফ্রেমবন্দি করেছিলেন মেখলা। একটানা ৮ বছর প্রেমের পরিণতি খুব সুন্দপ করে ভিডিওতে তুলে ধরেছেন মেখলা।]

আরও পড়ুন-

Mekhla Dasgupta : বেনারসি নয়, লাল টুকটুকে লেহেঙ্গায় বিয়ের পিঁড়িতে মেখলা দাশগুপ্ত

Mekhla Dasgupta Honeymoon : হাতে এখনও স্পষ্ট বিয়ের মেহেন্দি, হানিমুনে কোথায় উড়ে গেলেন মেখলা

Mekha Dasgupta wedding: বধূবেশে মেখলা, বাঁধা পড়লেন সাতপাকে

 

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা