২ বছরের বিবাহবার্ষিকীর আগেই অন্ধকার মিঠি ঝোরার পৌষমিতার জীবনে, প্রয়াত স্বামী অর্ণব রায়

Published : Jan 11, 2024, 11:39 PM IST
Popular Tollywood television actress Paushmita Goswami husband Arnab Roy passed away bsm

সংক্ষিপ্ত

দ্বিতীয় বিবাহ বার্ষিকী আসার আগেই অন্ধকার ঘনিয়ে এল অভিনেত্রীর জীবনে। পৌষমিতার স্বামী অর্ণব রায় শুক্রবার মারা গিয়েছেন। 

রিয়ের লাইফ বড়ই নিষ্ঠুর! বিয়ের মাত্র দুই বছরের মাথায় স্বামী হারা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পৌষমিতা গোস্বামী। বর্তমানে তিনি মিঠিঝোরা ধারাবাহিকে অভিনয় করছেন। দ্বিতীয় বিবাহ বার্ষিকী আসার আগেই অন্ধকার ঘনিয়ে এল অভিনেত্রীর জীবনে। পৌষমিতার স্বামী অর্ণব রায় শুক্রবার মারা গিয়েছেন। অর্ণব রায়ও টালিগঞ্জের যথেষ্ট পরিচিত মুখ।

অর্ণব রায় অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের কার্যনির্বাহী প্রযোজক ছিলেন। টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় এপিসোড ডিরেক্টর বা ইপি। তাঁর হাত ধরেই উঠে এসেছেন বহু জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী।

আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েবন। তারপরই অকালেই চলে যান অর্ণব। কলকাতায় জন্ম। পড়াশুনা যাদবপুর বিশ্বাবিদ্যালয়ে। দীর্ঘ দিন ধরেই টালিগঞ্জ ইন্ড্রাস্ট্রির সঙ্গে যুক্ত। বকুল কথা, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ,তুঁতে- সিলিয়ালে কাজ করেছেন অর্ণব।

সাঁঝের বাতি সিরিয়ালের সুবাদেই অর্ণব - পৌষমিতার আলাপ। সেখান থেকেই প্রেম। ২০২১ সালে আইনি বিয়ে করেছিলেন। পরের বছর ধুমধাম করে সামাজিক বিয়ে করেন। আগামি ফেব্রুয়ারি মাসে দুই বছরের বিবাহবার্ষিকী পালন করার কথা ছিল। কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়েগেল।

অর্ণবের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। তাঁর সহকর্মীদের অনেকেই শোকপ্রকাশ করেছেন।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার