দেব এবং সৌমীতৃষা-র সুসম্পর্ক দেখে স্বয়ং পরিচালক-ও ক্যামেরার পেছনে বসে গেয়ে ফেলেছেন কুমার শানু-র বিখ্যাত প্রেমের গান ‘দো দিল মিল র্যাহে হ্যায়, মগর চুপকে চুপকে’।
‘মিঠাই’ ধারাবাহিকে অত্যন্ত চমকপ্রদ অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সিরিয়ালের প্রধান অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু। ধারাবাহিক যখন প্রায় শেষের পর্যায়ে, তখনই অভিনেতা দেব-এর সিনেমা ‘প্রধান’-এ একেবারে প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয় করার সুযোগ পান সৌমীতৃষা। উত্তরবঙ্গের পাহাড়ে চলছিল সেই ছবির শুটিং। এবার সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ল ক্যামেরার পেছনের কিছু না-দেখা মুহূর্ত।
-
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ক্লিপে দেখা গেছে যে, পাহাড়ি নদীতে গোটা শুটিং টিমের সঙ্গে জলকেলি করছেন অভিনেতা দেব (Dev)। সেই টিমের মধ্যে রয়েছেন সিনেমার পরিচালক অভিজিৎ সেন-ও (Abhijit Sen)। অফ স্ক্রিনে বেশ ভালো রসায়ন দেখা গেছে প্রধান অভিনেতার সঙ্গে নবাগত অভিনেত্রীর। দেব এবং সৌমীতৃষা-র সুসম্পর্ক দেখে স্বয়ং পরিচালক-ও ক্যামেরার পেছনে বসে গেয়ে ফেলেছেন কুমার শানু-র বিখ্যাত প্রেমের গান ‘দো দিল মিল র্যাহে হ্যায়, মগর চুপকে চুপকে’ (দুটি মন মিলে যাচ্ছে, কিন্তু, চুপি চুপি)।
-
এই ভিডিও ঘিরেই ডিজিটাল মাধ্যমের ফলোয়ারদের মধ্যে বেড়েছে গুঞ্জন। ধারাবাহিকের অভিনেত্রী থেকে এক লাফে বড় পর্দায় স্বয়ং দেব-এর সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়েও সৌমীতৃষা-র প্রতি সন্দেহের ইঙ্গিত করেছেন অনেকে। যদিও, অভিনেতা দেব-এর বিপরীতে ধারাবাহিকের অভিনেত্রীদের নাম-ভূমিকায় অভিনয় করার উদাহরণ এই প্রথম নয়। 'প্রজাপতি' সিনেমায় দেব-এর বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। অন্যদিকে, দেবের ‘বাঘাযতীন’ সিনেমায় বাঘাযতীনের স্ত্রী ইন্দুবালা-র চরিত্রে অভিনয় করেছিলেন আরেক নতুন অভিনেত্রী সৃজা দত্ত।