রাহুলের প্রথম প্রেম নয় প্রিয়াঙ্কা! কে প্রথম মন কেড়ে নিয়েছিল অভিনেতার? জানলে চমকে যাবেন

Published : Apr 02, 2024, 09:01 AM IST
Rahul

সংক্ষিপ্ত

সদ্য জোড়া লেগেছে রাহুল-প্রিয়াঙ্কার সংসার। তবে প্রিয়াঙ্কা তাঁর প্রথম প্রেম নয়! তবে কাকে প্রথম মন দিয়েছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়?

প্রিয়াঙ্কার সঙ্গে সংসার ভেঙেছিল। কিন্তু সেই ভাঙা সংসার সদ্য জোড়া লেগেছে। ফের এক সঙ্গে হয়েছে প্রিয়াঙ্কা সরকার ও রাহুল বন্দ্যোপাধ্যায়। ছেলে সহজকে নিয়ে দিব্যি ভালো-মন্দেই দিন কাটছে এই সেলেব দম্পতির। তবে তাঁর প্রথম প্রেম প্রিয়াঙ্কা নয়। এমনই জানালেন রাহুল। সম্প্রতি নিজের প্রথম প্রেম নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে মুখ খোলেন অভিনেতা। নিজেই সেই ভিডিও ফুটেজ ফেসবুকে শেয়ার করেন।

তবে কার প্রেমে প্রথম পড়েছিলেন রাহুল। এদিন একটি বিশেষ অনুষ্ঠানে অম্বরীশ ভট্টাচার্যকে রাহুল জানান, " মুশকিল হচ্ছে আমার জীবনে এতবার প্রেম এসেছে আর এত সশব্দে যে কী বলি! আমি পরে জেনেছি, আগে পশ্চিমবঙ্গ জেনেছে। আসলে প্রেমের কিছু শাশ্বত অনুভূতি রয়েছে, এই যেমন এই অনুষ্ঠানে তার আসার কথা ছিল না কিন্তু এসেছে। আর হঠাৎ তার দিকে চোখ পড়লেই হৃদস্পন্দন মিস হবে আমার। আর সেটা প্রত্যেকবার হয়। খালি প্রথম প্রেমে হয় সেটা, এমন নয়। কিন্তু প্রথম প্রেমে কিছু আশ্চর্য ইউনিকনেস আছে যা পরে আমরা হারিয়ে ফেলি।'

আরও পড়ুন: কেন রাজনীতি ছাড়লেন না দেব? পাঁশকুড়ার মঞ্চ থেকে গোপন রহস্য ফাঁস অভিনেতার

আমার প্রথম প্রেম বুল্টি ক্লাস ৫, ৬, ৭ পর্যন্ত আমাদের সঙ্গে খেলত। তারপর আলাদা হয়ে যায়। আবার ক্লাস ৯ এ ওকে যখন দেখি তখন ওকে অন্যরকম লাগে। একদম অন্যরকম। বুকে একটা কিছু হয়। ওর গানের ডাইরিকে হিংসা হতো। কারণ ও সেটা ওর বুকে জড়িয়ে থাকত আমায় নয়। ও যখন গানের ক্লাস, কোচিংয়ে যেত সাইকেল নিয়ে পিছু করতাম। চেন পড়ে যাওয়ার নাটক করে বেশিক্ষণ তাকাতাম। তবে সেই প্রেম হয়নি । যেমন প্রথম প্রেম হয় না। কিন্তু তার জন্য তার মুহূর্তগুলো কোনও দিনই ছোট হয়ে যায় না"

বুল্টির জন্য কোচিং সেন্টারের বাইরেও অপেক্ষা করতে রাহুল। টাকা জমিয়ে ক্যাসেট দিতেন। এমনকী লুকিয়ে চিঠিও দেওয়া-নেওয়া করতেন তাঁর সঙ্গে। নিজের প্রথম নিয়ে এদিন এমনই কিছু রহস্য ফাঁস করলেন এই অভিনেতা।

প্রেমের কিছি শ্বাশত অনুভূতি এসেছে। প্রথম প্রেমের কিছু ইউনিকনেস আছে। যেমন সাইকেলের সঙ্গে একটি প্রেমের সম্পর্ক রয়েছে। একটা বয়স অবধি মেয়েদের যাচ্ছেতাই লাগে। কারণ দলে মেয়েদের সঙ্গে বেশি হলে লুকোচুরি খেলতে হত। বুল্টি আমার প্রথম। ক্লাস ফাইভ, সিক্স, সেভেন এবধি লুকোটুরি খেলেছে।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার