গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়! "আমাকে সারা রাত শৌচাগার ব্যবহার করতে দেওয়া হয়নি" বিস্ফোরক অভিনেত্রী

Published : Oct 03, 2024, 12:56 PM ISTUpdated : Oct 03, 2024, 01:01 PM IST
Rupa

সংক্ষিপ্ত

গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়! " আমাকে সারা রাত শৌচাগার ব্যবহার করতে দেওয়া হয়নি" বিস্ফোরক অভিনেত্রী

অবস্থানরত বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। বাঁশদ্রোণীতে ছাত্রমৃত্যুতে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পাটুলি থানার সামনে অবস্থানরত ছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে আসা হয়েছে তাঁকে।

এ প্রসঙ্গে বিজেপি নেত্রী জানান, " আমি কেন্দ্রীয় নিরাপত্তা পাই। আমাকে নিরাপত্তা ছাড়া এভাবে নিয়ে যাওয়া যায় না। আমাকে সারা রাত শৌচাগার ব্যবহার করতে দেওয়া হয়নি। পুলিশ মানবিকতা হারিয়েছে।"

প্রসঙ্গত বুধবার পে লোডারের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়। যার জন্য উত্তপ্ত হয়ে যায় বাঁশদ্রোণী পরে ঘটনাস্থলে যান পাটুলি থানার ওসি। এরপর তাঁকে ৭ ঘণ্টা ঘেরাও করে রাখেন স্থানীয়রা। তবে ওসিকে উদ্ধা করতে এসে নাকি স্থানীয়দের মারধর করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।

এই ঘটনায় পুলিশকে হেনস্থার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া রুবি মণ্ডল নামে স্থানীয় এক বিজেপি নেত্রীকেও গ্রেফতার করে পুলিশ। এরপর পাটুলি থানার সামনে অবস্থানে বসেন রূপা গঙ্গোপাধ্যায়। রাতভর সেখানেই ছিলেন তিনি। পরে তাঁকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন, রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছে, "রাজ্যে স্বৈরতন্ত্র চলছে। শাসক কোনও প্রতিবাদ সহ্য করতে পারছে না। তৃণমূল নিজের শেষ দেখতে পাচ্ছে। তাই বেপরোয়া হয়ে উঠেছে তারা। কিন্তু গণপ্রতিরোধের সামনে প্রাসাদ ধসে যাবে।"

                               আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা