বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা রূপসা! নিজেই প্রকাশ্যে আনলেন এই কথা, কী বললেন অভিনেত্রী?

Published : Nov 16, 2024, 01:57 PM IST
Rupsha

সংক্ষিপ্ত

বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা রূপসা! নিজেই প্রকাশ্যে আনলেন এই কথা, কী বললেন অভিনেত্রী?

৪ অক্টোবর সাত পাকে বাধা পড়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বিয়ের মাস পেরতে না পেরতেই সু-খবর। নিজের মা হওয়ার খবর নিজেই সবাইকে জানিয়েছেন অভিনেত্রী। তারপরেই জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে নেট পাড়ায়। বিয়ের পরেই মাসে মা হলেন তার মানে "কি আগে থেকেই সন্তান সম্ভবা ছিলেন" এই নিয়ে প্রশ্ন উঠেছে চারিদিকে। তবে এবার এই নিয়ে মুখ খুলেছেন রূপসা নিজেই।

বৃহস্পতিবার স্বামী সায়নদ্বীকে সঙ্গে নিয়ে নীল, গোলাপি কেক হাতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন রূপসা। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে তীব্র ট্রোলিং। অবশ্য সামাজিক বিয়ে এই অক্টোবরে হলেও আইনি বিয়ে সারা হয়ে গিয়েছে প্রায় ২ বছর আগে থেকে। তবে তা নিয়েও সমালোচনা হয়েছে। সমালোচনার বিষয়ে আগে থেকেই জানতেন রূপসা। এবার এই নিয়ে মুখ খুলেছেন তিনি। রূপসা জানিয়েছেন, "

তবে সমালোচনা যে হবে তা আগে থেকেই জানতেন রূপসা। সেই জন্য প্রস্তুতও ছিলেন। কিন্তু ঠিক কবে জানতে পারলেন মা হতে চলেছেন? এমন পরিস্থিতিতে যেখানে হবু মায়ের চিন্তামুক্ত থাকার কথা সেখানে এমন সমালোচনা, নিন্দা কী ভাবে সামাল দিচ্ছেন, আনন্দবাজার অনলাইনকে জানালেন অভিনেত্রী। অভিনেত্রী জানিয়েছেন যে বিয়ের দিন কয়েক আগে সন্তান আসার খবর পান তাঁরা।

 

 

অভিনেত্রী বলেন, " তখন বিয়ের প্রস্তুতি চলছে। আমার বাড়িতে আমি একা। সায়নদীপের বাড়িতে ও একা সবটা দেখভাল করছিল। তার পর বিয়ে হল। মধুচন্দ্রিমা কাটিয়ে বাড়ি ফেরার পর মনে হল, নতুন একটা অনুভূতি কাজ করছে। হ্যাঁ, আমরা বাবা-মা হতে চলেছি। বেশ কিছু মন্তব্য দেখছি, কেউ লিখেছেন কাঞ্চনকাকুকে নাকি টেক্কা দিচ্ছি। তবে আমি তাঁদের বলব, আমার সন্তানকে তো আমরা লালনপালন করব, তাঁদের কী! যদিও আমাদের অনেক শুভানুধ্যায়ী আমাদের হয়ে ট্রোলিংয়ের জবাব দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা ছোট বয়সে এই সিদ্ধান্তটা যে নিতে পেরেছি, সেই কারণে আমাদের দু’জনের পরিবার খুব খুশি।"

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে