বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা রূপসা! নিজেই প্রকাশ্যে আনলেন এই কথা, কী বললেন অভিনেত্রী?

বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা রূপসা! নিজেই প্রকাশ্যে আনলেন এই কথা, কী বললেন অভিনেত্রী?

৪ অক্টোবর সাত পাকে বাধা পড়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বিয়ের মাস পেরতে না পেরতেই সু-খবর। নিজের মা হওয়ার খবর নিজেই সবাইকে জানিয়েছেন অভিনেত্রী। তারপরেই জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে নেট পাড়ায়। বিয়ের পরেই মাসে মা হলেন তার মানে "কি আগে থেকেই সন্তান সম্ভবা ছিলেন" এই নিয়ে প্রশ্ন উঠেছে চারিদিকে। তবে এবার এই নিয়ে মুখ খুলেছেন রূপসা নিজেই।

বৃহস্পতিবার স্বামী সায়নদ্বীকে সঙ্গে নিয়ে নীল, গোলাপি কেক হাতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন রূপসা। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে তীব্র ট্রোলিং। অবশ্য সামাজিক বিয়ে এই অক্টোবরে হলেও আইনি বিয়ে সারা হয়ে গিয়েছে প্রায় ২ বছর আগে থেকে। তবে তা নিয়েও সমালোচনা হয়েছে। সমালোচনার বিষয়ে আগে থেকেই জানতেন রূপসা। এবার এই নিয়ে মুখ খুলেছেন তিনি। রূপসা জানিয়েছেন, "

Latest Videos

তবে সমালোচনা যে হবে তা আগে থেকেই জানতেন রূপসা। সেই জন্য প্রস্তুতও ছিলেন। কিন্তু ঠিক কবে জানতে পারলেন মা হতে চলেছেন? এমন পরিস্থিতিতে যেখানে হবু মায়ের চিন্তামুক্ত থাকার কথা সেখানে এমন সমালোচনা, নিন্দা কী ভাবে সামাল দিচ্ছেন, আনন্দবাজার অনলাইনকে জানালেন অভিনেত্রী। অভিনেত্রী জানিয়েছেন যে বিয়ের দিন কয়েক আগে সন্তান আসার খবর পান তাঁরা।

 

 

অভিনেত্রী বলেন, " তখন বিয়ের প্রস্তুতি চলছে। আমার বাড়িতে আমি একা। সায়নদীপের বাড়িতে ও একা সবটা দেখভাল করছিল। তার পর বিয়ে হল। মধুচন্দ্রিমা কাটিয়ে বাড়ি ফেরার পর মনে হল, নতুন একটা অনুভূতি কাজ করছে। হ্যাঁ, আমরা বাবা-মা হতে চলেছি। বেশ কিছু মন্তব্য দেখছি, কেউ লিখেছেন কাঞ্চনকাকুকে নাকি টেক্কা দিচ্ছি। তবে আমি তাঁদের বলব, আমার সন্তানকে তো আমরা লালনপালন করব, তাঁদের কী! যদিও আমাদের অনেক শুভানুধ্যায়ী আমাদের হয়ে ট্রোলিংয়ের জবাব দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা ছোট বয়সে এই সিদ্ধান্তটা যে নিতে পেরেছি, সেই কারণে আমাদের দু’জনের পরিবার খুব খুশি।"

Share this article
click me!

Latest Videos

বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু