২৭-এই মা হবি...আর একটু সময় নে, কেন একথা বলেছিল কাঞ্চন, জানালেন শ্রীময়ী

Published : Nov 15, 2024, 09:55 PM IST
kanchan

সংক্ষিপ্ত

বিয়ের আট মাসের মাথায় বাবা হয়েছেন কাঞ্চন। সদ্যজাত কন্যার জন্মের পর বিশেষ মন্তব্য শ্রীময়ীর। জেনে নিন কী বলেছিলেন কাঞ্চন। 

খবরে কাঞ্চন ও শ্রীময়ীর একমাত্র কন্যা। সদ্যজাতের জন্মের পর থেকে নানান কারণে খবরে আসছেন কাঞ্চন। বিয়ের আট মাসের মাথায় বাবা হলেন কাঞ্চন। এই নিয়ে শুনতে হয়েছে নানান কটাক্ষ। এবার মেয়ের জন্মের পর বিশেষ মন্তব্য করলেন শ্রীময়ী।

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন, কাঞ্চন তাঁকে বলেছিল, ২৭ বছর বয়সে মা হবি আর একটু সময় নে। কিন্তু আমি আর সময় নষ্ট করতে চাইনি। এত একসঙ্গে আমরা ঘুরেছি, সময় কাটিয়েছি, বাড়িতে এরা কাটিয়েছি। এবার তিন জনে একসঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম।

তিনি আরও বলেন, কাঞ্চনের বাবার জন্মদিন ১৭ নভেম্বর। সেই দিন তাঁর সন্তান পৃথিবীতে আসবে বলে আন্দাজ করেছিলেন শ্রীময়ী। তিনি এক সাক্ষাৎকারে বলেন, প্রথমে আমরা ভেবেছিলাম শ্বশুরমশাইয়ের জন্মদিনেই সন্তান আসবে। সেই মতো তারিখ ঠিক করা হয়। কিন্তু ও অনেকটা বড়সড় হয়ে গিয়েছিল। কালীপুজোর দিন সকালেও অনেকের সঙ্গে কথা বলেছি। তবে দুপুরের দিক থেকে প্রায় নড়াচড়া বন্ধ হতেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হয়।

শ্রীময়ী জানান, মেয়েকে দেখতে নাকি বাবার মতো। বড্ড ছটফটে। মেয়ের গায়ের রং গোলাপী। গালগুলো লাল। তাই বাবা নাম দিয়েছে টমেটো।

এদিকে কদিন আগে বিশেষ মন্তব্য করেন কাঞ্চন। তাঁর ছেলে ও সদ্যজাত মেয়েকে নিয়ে যেন কেউ কোনও কুমন্তব্য না করেন তা নিয়ে সকলের কাছে অনুরোধ করেন। কাঞ্চন বলেছিলেন, 'তাঁর ছেলে ও মেয়ে দুজনেই তাঁর খুব প্রিয়.. যা বলার আমাকে বলুন। ওদের ছেড়ে দিন।'  

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে