১৫ কোটির গণ্ডি টপকে গেল 'বহুরূপী', পিছিয়ে নেই 'টেক্কা'-ও, আয়ের হদিশ দিলেন সৃজিত

টেক্কা ৩৯ দিনে ৫ কোটি আয় করেছে, অন্যদিকে বহুরূপী ১৫ কোটির মাইলফলক স্পর্শ করেছে। টেক্কার সাফল্য পার্টিতে দেব 'অরগ্যানিক' শব্দ ব্যবহার করে বহুরূপীকে কটাক্ষ করেছেন।

এখনও বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে দেব অভিনীত টেক্কা। এই ছবির সঙ্গে সঙ্গেই মুক্তি পায় বহুরূপী। শিবপ্রসাদের এই ছবি সৃজিতের টেক্কাকে আয়ের দিক থেকে সামান্য এগিয়ে গেলেও টেক্কার ব্যবসা মন্দ নয়। ৩৯ দিন ছবির আয় শুনলে চমকে উঠবেন।

দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লিমিটেডের তরফে সদ্য একটি তথ্য শেয়ার করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ৩৯ দিনের মাথায় ৫ কোটি আয় করল টেক্কা। ছবির একটি পোস্টার শেয়ার করা হয়েছে। আর ক্যাপশনে লেখা, গোটা টিমকে অনেক শুভেচ্ছা।

Latest Videos

এদিকে বহুরূপী ছবির আয় গড়েছে রেকর্ড। ১৫ কোটি আয় করেছে ছবিটি। ভারত ব্যাপী ছবির আয় গড়েছে রেকর্ড। কেবল মাত্র svf সিনেমাতেই ২ কোটি আয় করেছে শিবপ্রসাদ অভিনীত ছবি।

এদিকে টেক্কা ছবির সাকসেস পার্টিতে দেব নাম না করে কটাক্ষ করে বহুরূপীকে। দেব বলেছিলেন, আশেপাশে যে সব সংখ্যা কানে আসছে তাতে মনে হল আমাদের ছবির জন্য অরগ্যানিক শব্দটা ব্যবহার করা ভালো। আমরা যে সংখ্যাটা দিচ্ছি সেটা একেবারে সঠিক। বাস্তব।

সে যাই হোক, মুক্তির পর থেকেই খবরে আছে টেক্কা ও বহুরূপী। দুটি ছবিতেই আছে ভিন্ন গল্প। নতুন ধরনের গল্প নিয়ে দর্শকদের এবার চমক দিলেন তারকারা। তেমনই দর্শকদের থেকে যথেষ্ট ভালোবাসাও পেলেন তাঁরা।

সব মিলিয়ে  ফের খবরে এই বাংলা দুটি ছবি। যা দ্রুত পেল সাফল্য। এই ছবির আয় গড়ল রেকর্ড। বাংলা ছবির এই বিপুল আয় গড়ল রেকর্ড। নজর কাড়ল সারা বিশ্বের। 

Share this article
click me!

Latest Videos

বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু