১৫ কোটির গণ্ডি টপকে গেল 'বহুরূপী', পিছিয়ে নেই 'টেক্কা'-ও, আয়ের হদিশ দিলেন সৃজিত

Published : Nov 16, 2024, 11:45 AM IST
tekka

সংক্ষিপ্ত

টেক্কা ৩৯ দিনে ৫ কোটি আয় করেছে, অন্যদিকে বহুরূপী ১৫ কোটির মাইলফলক স্পর্শ করেছে। টেক্কার সাফল্য পার্টিতে দেব 'অরগ্যানিক' শব্দ ব্যবহার করে বহুরূপীকে কটাক্ষ করেছেন।

এখনও বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে দেব অভিনীত টেক্কা। এই ছবির সঙ্গে সঙ্গেই মুক্তি পায় বহুরূপী। শিবপ্রসাদের এই ছবি সৃজিতের টেক্কাকে আয়ের দিক থেকে সামান্য এগিয়ে গেলেও টেক্কার ব্যবসা মন্দ নয়। ৩৯ দিন ছবির আয় শুনলে চমকে উঠবেন।

দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লিমিটেডের তরফে সদ্য একটি তথ্য শেয়ার করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ৩৯ দিনের মাথায় ৫ কোটি আয় করল টেক্কা। ছবির একটি পোস্টার শেয়ার করা হয়েছে। আর ক্যাপশনে লেখা, গোটা টিমকে অনেক শুভেচ্ছা।

এদিকে বহুরূপী ছবির আয় গড়েছে রেকর্ড। ১৫ কোটি আয় করেছে ছবিটি। ভারত ব্যাপী ছবির আয় গড়েছে রেকর্ড। কেবল মাত্র svf সিনেমাতেই ২ কোটি আয় করেছে শিবপ্রসাদ অভিনীত ছবি।

এদিকে টেক্কা ছবির সাকসেস পার্টিতে দেব নাম না করে কটাক্ষ করে বহুরূপীকে। দেব বলেছিলেন, আশেপাশে যে সব সংখ্যা কানে আসছে তাতে মনে হল আমাদের ছবির জন্য অরগ্যানিক শব্দটা ব্যবহার করা ভালো। আমরা যে সংখ্যাটা দিচ্ছি সেটা একেবারে সঠিক। বাস্তব।

সে যাই হোক, মুক্তির পর থেকেই খবরে আছে টেক্কা ও বহুরূপী। দুটি ছবিতেই আছে ভিন্ন গল্প। নতুন ধরনের গল্প নিয়ে দর্শকদের এবার চমক দিলেন তারকারা। তেমনই দর্শকদের থেকে যথেষ্ট ভালোবাসাও পেলেন তাঁরা।

সব মিলিয়ে  ফের খবরে এই বাংলা দুটি ছবি। যা দ্রুত পেল সাফল্য। এই ছবির আয় গড়ল রেকর্ড। বাংলা ছবির এই বিপুল আয় গড়ল রেকর্ড। নজর কাড়ল সারা বিশ্বের। 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?