একাধিক সম্পর্ক এসেছিল পরমের জীবনে। প্রেম থেকে লিভইন- সব নিয়ে বারে বারে চর্চায় এসেছিলেন পরব্রত চট্টোপাধ্যায়।
অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন পরব্রত চট্টোপাধ্যায়। ঘুচল আইবুড়ো নাম। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে আইনী মতে বিয়ে সাড়লেন পরম। তবে, এর আগে বিয়ে না করলেও একাধিক সম্পর্ক এসেছিল পরমের জীবনে। প্রেম থেকে লিভইন- সব নিয়ে বারে বারে চর্চায় এসেছিলেন পরব্রত চট্টোপাধ্যায়।
মনামী ঘোষ- এক সময় পরব্রত চট্টোপাধ্যায়ের নাম জড়িয়েছিল মনামী ঘোষ। কোন সে আলোর স্বপ্ন নিয়ে, এক আকাশের নীচে, প্রতীক্ষা একটু ভালোবাসা-র মতো সিরিয়ালে এক সঙ্গে কাজ করেন মনামী-পরব্রত চট্টোপাধ্যায়। সে সময় বাড়ে তাদের ঘনিষ্ঠতা।
রাইমা সেন- পরব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গী দীর্ঘদিন সম্পর্কে ছিলেন রাইমা। হাওয়া বদল, ২২ শে শ্রাবণ, দ্বিতীয় পুরুষ-র মতো বহু ছবিতে কাজ করেন পরব্রত চট্টোপাধ্যায়-রাইমা।
স্বস্তিকা মুখোপাধ্যায়- পরব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের সম্পর্ক বহুদিন ধরে ছিল চর্চায়। স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলাকালীন স্বস্তিকা মুখোপাধ্যায় সম্পর্কে জড়ান পরমেপ সঙ্গে। দীর্ঘদিন চর্চায় ছিল স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরমের সম্পর্ক। কিন্তু এই প্রেম ভাঙে এক বিদেশিনীর জন্য।
ইকা শাউট- নেদারল্যান্ডে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন পরব্রত চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে এক বিদেশিনীর সঙ্গে সম্পর্কে জড়ান। ইকা শাউটের সঙ্গে পরিচয় হয়। অল্প দিনের বন্ধুত্ব প্রেমে পরিণতি পায়। পড়া শেষে দেশে চলে আসেন পরব্রত চট্টোপাধ্যায়। চলতে থাকে লং ডিস্টেন্স রিলেশনশিপ। এরপর কেরিয়ার চিন্তা ছেড়ে প্রেমের টানে কলকাতায় আসে ইকা। অনেকে বলে একসঙ্গে থাকতেন তারা। তবে, সে সম্পর্ক বেশিদিন টেকেনি। পরিস্থিতির কারণে ভাঙে সেই প্রেমও।
পিয়া চক্রবর্তী- পিয়ার সঙ্গে দীর্ঘদিন বন্ধুত্ব ছিল পরব্রত চট্টোপাধ্যায়ের। গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী হল পিয়া। ২৭ নভেম্বর গাঁটছড়া বাঁধেন পিয়া ও পরমব্রত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
Sherlyn Chopra: জুহুর পার্লারে শার্লিন চোপড়া, চেখে দেখলেন চকোলেট আইসক্রিম
পরমব্রতর স্ত্রী পিয়া আপাতত স্থিতিশীল, সফল অস্ত্রোপচারের পর প্রশ্ন কবে তিনি বাড়ি ফিরবেন