Sherlyn Chopra: জুহুর পার্লারে শার্লিন চোপড়া, চেখে দেখলেন চকোলেট আইসক্রিম

মুম্বইয়ের জুহুতে একটি আইসক্রিম পার্লারে দেখা গেল অভিনেত্রী ও মডেল শার্লিন চোপড়াকে। চকোলেট আইসক্রিম খাওয়ার পাশাপাশি এক চিত্রগ্রাহককে আইসক্রিম দিলেন শার্লিন।

Share this Video

মুম্বইয়ের জুহুতে একটি আইসক্রিম পার্লারে দেখা গেল অভিনেত্রী ও মডেল শার্লিন চোপড়াকে। চকোলেট আইসক্রিম খাওয়ার পাশাপাশি এক চিত্রগ্রাহককে আইসক্রিম দিলেন শার্লিন। তাঁকে দেখে অনুরাগীদের মধ্যে সাড়া পড়ে যায়। অনেকেই তাঁর ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। হাল্কা মেজাজেই ছিলেন শার্লিন। তিনি এই মুহূর্ত উপভোগ করেন।

Related Video