পর্দা জুড়ে শুধু অ্যাকশন, শেষ পর্যন্ত ভাইজানকে কি টেক্কা দিতে পারল জিতের ‘চেঙ্গিজ’?

Published : Apr 22, 2023, 10:58 AM ISTUpdated : Apr 22, 2023, 01:05 PM IST
chengiz

সংক্ষিপ্ত

চেঙ্গিজ- যার না আছে কোনও সীমানা না কোনও পরিধি। জিতের জয়দেব সিং থেকে চেঙ্গিজ হয়ে ওঠার কাহিনি নিয়ে তৈরি ‘চেঙ্গিজ’।

এসিপি সমীর সিংহ-র বয়স এখন ৭০-র কোটায়। কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। দুষ্কৃতী-দের বিরুদ্ধে লড়াই করার শারীরিক ক্ষমতা ও মানসিক দৃঢ়তা কোনওটাই নেই। তবে, কর্মজীবনের কথা মনে করতে গেলে সমীর সিংহ-র সবার আগে মনে আসে চেঙ্গিজের কথা। অনেকগুলো বছর পার হলেও সেই সকল স্মৃতি আজও তাজা রয়েছে তাঁর। তাঁর স্মৃতিচারণাতেই উঠে এল ‘চেঙ্গিজ’ ছবির কাহিনি।

চলচ্চিত্রের প্রেক্ষাপট ৭০-র দশক থেকে ৯০-র দশক। কলকাতার আন্ডারওয়ার্ল্ডর কাহিনি নিয়ে তৈরি ‘চেঙ্গিজ’। চেঙ্গিজ- যার না আছে কোনও সীমানা না কোনও পরিধি। জিতের জয়দেব সিং থেকে চেঙ্গিজ হয়ে ওঠার কাহিনি নিয়ে তৈরি ‘চেঙ্গিজ’।

ছবির শুরু দিকে দেখা যাচ্ছে, কীভাবে শহর কলকাতা থেকে জয়দেব মাদক ব্যবসার উদ্দেশ্যে বিদেশ পাড়ি দিলেন। উন্নত মানের ভেজাল ছাড়া হেরোইন কলকাতা নিয়ে আসার জন্য তার এই উদ্যোগ। সেখান থেকে একাধিক লোকের সঙ্গে যোগাযোগ করতে করতে পৌঁছালেন নিজের গন্তব্যে। হেরোইন নিয়ে আসার ব্যবস্থা করল দেশে। এতেই ঘটল বিপত্তি। এর আগে যারা মাদকের ব্যবসা করত তাদের আয়ে দেখা দিল ভাটা। শুরু সমস্যা। ব্যবসা করতে গিয়ে আন্ডারওয়ার্ল্ড ডনদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ল চেঙ্গিজ। এরই মাঝে তার জীবনে এসেছে প্রেম। ফ্লাইট অ্যাটেনডেন্ট নন্দিনী সেনের প্রেমে পড়েছেন চেঙ্গিজ। প্রথমে টালাবাহান করলেও নন্দিনীও বেশি সময় নেয়নি চেঙ্গিজের প্রেমে পড়তে। সেই প্রেম দ্রুত পরিণতি পায়।

সময়ের এগিয়ে যেতে থাকে ছবির গল্প। শত্রুদের দমন করে কলকাতার আন্ডারওয়ার্ল্ড জগতের মাথা হয়েছে চেঙ্গিজ। শহরে খুলেছে নাইট ক্লাব। মাদকের ব্যবসা চলছে ভালো ভাবেই। দলে পেয়েছে একাধিক বিশ্বস্ত লোককে। কিন্তু, কথায় আছে ভালো সময় বেশিদিন থাকে না। চেঙ্গিজকে হাতেনাতে ধরতে উঠে পড়ে লাগে লাল বাজারের পুলিশ। আর এই বিশেষ টিমে ছিলেন এসিপি সমীর সিংহ। তাঁর আরও এক পরিচিয় তিনি চেঙ্গিজের মামা।

তবে, শেষ পর্যন্ত পুলিশের হাতে চেঙ্গিজ ধরা পড়বে কি না, তা জানতে হলে দেখবে হবে ‘চেঙ্গিজ’। ছবির শুরু থেকে শেষ জমিয়ে অ্যাকশন করেছেন জিৎ। তেমনই করেছেন রোম্যান্স। এসিপি সমীর সিংহের চরিত্রে রোহিত রায়ের অভিনয় দেখার মতো। সঙ্গে নন্দিনী চরিত্রে সুস্মিতা চট্টোপাধ্যায় নজর কেড়েছে সকলের। এছাড়াও রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, বিশ্বরুপ বিশ্বাস, ইন্দ্রজিত মজুমদার, শুভমিতা মুখোপাধ্যায়, সোহন বন্দোপাধ্যায়-সহ আরও অনেকে। ছবিতে জিতের অভিনয়, গল্পের উপস্থাপনা সব দিয়ে খুঁটিনাটি নদর দিয়েছে জিৎ। তবে, শেষ পর্যনত এই প্রায় আড়াই ঘন্টার অ্যাকশন মুভি দর্শকদের মন কাড়ে কিনা তা সময় বলবে।

 

আরও পড়ুন

প্রথম দিনে কেমন রেকর্ড গড়ল ‘কিসি কা ভাই কিসি কি জান’, দেখে নিন বিস্তারিত

Jeet: চেঙ্গিসের মুক্তির দিনে দক্ষিণেশ্বরে পুজো দিলেন জিৎ, নায়কের সঙ্গী ছিলেন সুস্মিতা চট্টোপাধ্যায়

মুক্তি পেল কমল মুসলের নতুন ছবি 'মাদার টেরেসা এন্ড মি'-এর ট্রেলার, দেখে নিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের কিছু ঝলক

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার