Bengali Serial: কে কাকে দিল টেক্কা, দেখে নিন TPR-র সেরা দশে কোন কোন সিরিয়াল আছে

তালিকায় শেষে রয়েছে বাংলা মিডিয়াম। আজ দেখে নিন তালিকা। জেনে নিন কোন সিরিয়াল কাকে দিল টেক্কা। কে এগিয়ে কার থেকে।

প্রতি সপ্তাহেই নিত্য নতুন কিছু দর্শকদের উপহার দিতে চান দর্শকদের। সে কারণে প্রায়শই কাহিনিতে আসে নতুন মোড়। সেই নিরিখে দর্শকদের মনে স্থান পায় সিরিয়ালটি। মেলে টিআরপি রেটিং। প্রতি সপ্তাহে পরিবর্তন হন এই রেটিং। আজ রইল দশ সিরিয়ালের কথা। টিআরপি-র রেটিং-এ দেখে নিন কে কাকে দিল টেক্কা। এই তালিকা অনুরাগের ছোঁয়া থেকে রাঙা বউ- রয়েছে একাধিক সিরিয়াল। এবারও তালিকার শীর্ষে স্থান পেয়েছে অনুরাগের ছোঁয়া। আপাতত এই সিরিয়ালের রেটিং সব থেকে বেশি। তেমনই তালিকায় শেষে রয়েছে বাংলা মিডিয়াম। আজ দেখে নিন তালিকা। জেনে নিন কোন সিরিয়াল কাকে দিল টেক্কা। কে এগিয়ে কার থেকে।

তালিকায় প্রথমে আছে অনুরাগের ছোঁয়া। ৮.৩ রেটিং পেয়েছে সিরিয়ালটি।

Latest Videos

দ্বিতীয় স্থানে আছে নিম ফুলের মধু/ ফুলকি। ৭.৬ রেটিং পেয়েছে সিরিয়ালটি।

জগদ্ধাত্রী সিরিয়ালটি আছে তৃতীয় স্থানে। ৭.৫ রেটিং পেয়েছে সিরিয়ালটি।

কার কাছে কই মনের কথা সিরিয়ালটি আছে চতুর্থ স্থানে। ৬.৯ রেটিং পেয়েছে সিরিয়ালটি।

জল থই থই ভালোবাসা সিরিয়ালটি আছে টিআরপি রেটিং-র পঞ্চম স্থানে। ৬.৫ রেটিং পেয়েছে সিরিয়ালটি।

রাঙা বউ/ লাভ বিয়ে আজকার/ তুঁতে সিরিয়ালটি আছে টিআরপি রেটিং পেয়েছে ৬.৪ রেটিং।

হরগৌরী পাইস হোটেল সন্ধ্যাতারা সিরিয়ালটি আছে সপ্তম স্থানে। ৬.২ রেটিং পেয়েছে সিরিয়ালটি।

নবম স্থানে আছে ইচ্ছে পুতুল। এই সিরিয়াল পেয়েছে ৫.৪ রেটিং।

দশম স্থানে আছে বাংলা মিডিয়াম। ৫.৩ রেটিং পেয়েছে সিরিয়ালটি।

প্রতি সপ্তাহে পরিবর্তন হয় এই তালিকা। এখন দেখার আগামী সপ্তাহ কোন সিরিয়াল এগিয়ে যায় কার থেকে।

 

 

আরও পড়ুন

Indian Idol: জুনিয়র কুমার শানু দিলেন চমক, মিলল সিনিয়রের সঙ্গে গান গাওয়ার সুযোগ

কাশ ফুলের গন্ধ, পুজোর গান আর অপেক্ষার প্রেম... মিউজিক ভিডিও নিয়ে খোলাখুলি আলোচনায় অভিনেত্রী ঋত্বিকা

‘ছবি না করলে প্রাণ যাবে’- প্রায়শই ফোনে আসত হুমকি, কঠিন সময়ের কথা জানালেন শাহরুখ

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Protest : হোলির সন্ধ্যায় হামলার প্রতিবাদে উত্তাল তমলুক, পথে শুভেন্দু | Holi 2025
Shankar Ghosh: "পিসিমণি ফোঁস করলেই আপনি টেবিলের তলায় লুকিয়ে পড়বেন", অভিষেককে ধুয়ে যা বললেন শঙ্কর ঘোষ
শোকজ হওয়ার পরও কী শুভেন্দুকে ঠুসে দিতে চান? দেখুন কী বলছেন হুমায়ুন কবির
‘West Bengal-এ রাজনীতির নামে কলুষতা করা হচ্ছে!’ TMC-BJP-কে একহাত নিলেন Sujan Chakraborty
Amritsar Latest Update : প্রমাণ CCTV-তে, অমৃতসরের মন্দিরে মধ্যরাতে হামলা, তদন্তে পুলিশ