দেখে নিন চলতি সপ্তাহে TRP-র তালিকায় কোন সিরিয়াল কাকে দিল টেক্কা, রইল তালিকা

আজ দেখুন সেই তালিকা। দেখে নিন TRP-র তালিকায় কোন সিরিয়াল কাকে দিল টেক্কা।

প্রকাশ্যে এসেছে চলতি বছরের প্রথম টিআরপি রেটিং। ২০২৩ সালের শেষের সপ্তাহের নিরিখে তৈরি হয়েছে তালিকা। বছরের শেষ সিরিয়ালের কাহিনিতে চমক দিতে প্রচেষ্টা চালিয়েছেন পরিচালকেরা। তবে, কারও প্রচেষ্টা সফল হয়েছে তো কারও নয়। কারও গল্পের কাহিনি মন কেড়েছে দর্শকদের তো কারও ব্যর্থ হয়েছে। সেই নিরিখে তৈরি হয়েছে তালিকা। আজ দেখুন সেই তালিকা। দেখে নিন TRP-র তালিকায় কোন সিরিয়াল কাকে দিল টেক্কা।

প্রথম স্থানে আছে জগদ্ধাত্রী। সিরিয়ালের রেটিং ৯.০।

Latest Videos

দ্বিতীয় স্থানে আছে নিম ফুলের মধু। সিরিয়ালের রেটিং ৮.৮।

তৃতীয় স্থানে আছে ফুলকি। সিরিয়ালের রেটিং ৮.৬।

চতুর্থ স্থানে আছে গীতা এলএলবি। সিরিয়ালের রেটিং ৭.৮।

পঞ্চম স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে। সিরিয়ালের রেটিং ৭.৪।

ষষ্ঠ স্থানে আছে কার কাছে কই মনের কথা। সিরিয়ালের রেটিং ৭.৩।

সপ্তম স্থানে আছে অনুরাগের ছোঁয়া। সিরিয়ালের রেটিং ৬.৭। এই স্থানে সন্ধ্যাতারা, তোমাদের রাণী-র মতো সিরিয়াল আছে।

অষ্টম স্থানে আছে লাভ বিয়ে আজকাল। সিরিয়ালের রেটিং ৬.৬।

নবম স্থানে আছে জল থই থই ভালোবাসা। সিরিয়ালের রেটিং ৬.৪।

দশম স্থানে আছে কথা এবং ইচ্ছে পুতুল। সিরিয়ালের রেটিং ৬.১।

প্রকাশ্যে আসা রিপোর্ট বলছে সকলকে টেক্কা দিয়েছে জগদ্ধাত্রী। সিরিয়ালের রেটিং ৯.০। তেমনউ সিরিয়ালের গল্প দিয়ে দর্শকদের মন কাড়তে প্রায় ব্যর্থ হলেন কথা এবং ইচ্ছে পুতুল। সিরিয়ালের রেটিং ৬.১। দশম স্থানে আছে সিরিয়ালটি। বিশেষজ্ঞদের মতে, সিরিয়ালের গল্পে একঘেঁয়েমি এসে গেলে তা দর্শকদের অপছন্দের কারণ হয়ে যায়। এর কারণেই রেটিং কমতে শুরু করে। সে যাই হোক, প্রতি সপ্তাহে প্রকাশিত হয় রেটিং। দেখা যাক আগামী সপ্তাহে কোন সিরিয়াল নিজের স্থান পরিবর্তন করতে সক্ষম হয়ে থাকে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today