জেনে নিন TRP-র নিরিখে কোন সিরিয়াল পেল প্রথম স্থান, কে কাকে দিল টেক্কা

শেষ কয় সপ্তাহ ধরে জগদ্ধাত্রী সিরিয়ালটি দিয়ে চলেছে চমক। এবারও স্থান পেয়েছে শীর্ষ স্থানে। দেখে নিন বাকি কোন সিরিয়াল রয়েছে কোন স্থানে।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে কোন ধারাবাহিক কেমন ফল করল TRP-তে, তা জানতে আগ্রহী থাকেন সকলে। প্রতি সপ্তাহে পরিচালকেরা নতুন নতুন কাহিনি নিয়ে আসতে চান। সেই নিরিখে দর্শকদের মনে স্থান পায় সিরিয়াল। তার নিরিখেই তৈরি হয় টিআরপি। রিপোর্ট বলছে এবার সবচেয়ে বড় চমক দিয়েছে জগদ্ধাত্রী। গত সপ্তাহেও জগদ্ধাত্রী ছিল প্রথম স্থানে। শেষ কয় সপ্তাহ ধরে জগদ্ধাত্রী সিরিয়ালটি দিয়ে চলেছে চমক। এবারও স্থান পেয়েছে শীর্ষ স্থানে। দেখে নিন বাকি কোন সিরিয়াল রয়েছে কোন স্থানে।

প্রথম স্থানে আছে জগদ্ধাত্রী। সিরিয়ালেন রেটিং ৮.৯। দ্বিতীয় স্থানে আছে ফুলকি। সিরিয়ালেন রেটিং ৮.৭। তৃতীয় স্থানে আছে নিম ফুলের মধু। সিরিয়ালেন রেটিং ৮.২। চতুর্থ স্থানে আছে গীতা এলএলবি। সিরিয়ালেন রেটিং ৮.০। পঞ্চম স্থানে আছে অনুরাগের ছোঁয়া। সিরিয়ালেন রেটিং ৭.৮। ষষ্ঠ স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে। সিরিয়ালেন রেটিং ৭.৪। সপ্তম স্থানে আছে কার কাছে কই মনের কথা এবং কথা। সিরিয়াল দুটির রেটিং ৬.৮। অষ্টম স্থানে আছে সন্ধ্যাতারা। সিরিয়ালেন রেটিং ৬.৬। নবম স্থানে আছে তোমাদের জল থই থই ভালোবাসা। সিরিয়ালেন রেটিং ৬.৫। দশম স্থানে আছে তোনাদের রাণী। সিরিয়ালেন রেটিং ৬.২।

Latest Videos

প্রথম দশে স্থান না পেলেও আরও কয়টি সিরিয়াল বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইচ্ছে পুতুল সিরিয়ালটি বর্তমানে ৫.৩ নম্বর পেয়েছে। এবার মেঘ ও নীলের বিয়ে নিয়ে গল্পে এসেছে নতুন মোড়। তেমনই লাভ বিয়ে আজকাল ও তুমি আশেপাশে থাকলে সিরিয়ালটি পেয়েছে ৬.০। আলোর কোলের সিরিয়ালটি পেয়েছে ৫.৭। হরগৌরী পাইস হোটেল পেয়েছে ৫.৯। মিঠিঝোরা পেয়েছে ৪.৪ রেটিং। সে যাই হোক, গোটা সপ্তাহ ধরে চমক দিয়েছে একাধিক সিরিয়াল।

 

আরও পড়ুন

মেহেন্দি থেকে বিয়ে অনুষ্ঠান- পুরো বিয়ে জুড়ে রয়েছে নানান চমক, দেখে নিন কেমন প্রস্তুতি নিচ্ছেন রকুল-জ্যাকি

Jaya Ahsan: ভূত পরী-র প্রিমিয়ার লাল শাড়িতে নজর কাড়লেন জয়া, দেখুন ভিডিও

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari