টলিউডে ফের যৌন হেনস্থা! গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা, 'শেষ দেখে ছাড়ব' কথা দিলেন সুদীপ্তা চক্রবর্তী

Published : Sep 22, 2024, 09:21 AM IST
Sudipta

সংক্ষিপ্ত

টলিউডে ফের যৌন হেনস্থা! গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা, 'শেষ দেখে ছাড়ব' কথা দিলেন সুদীপ্তা চক্রবর্তী

ইন্ডাস্ট্রির যৌন নির্যাতন নিয়ে অনেকেই সরব হয়েছেন। শুধু অভিনেতা-অভিনেত্রীরাই নয়, এই নিয়ে প্রতিবাদ করেছেন টেকনেশিয়ান থেকে মেকআপ আর্টিস্টরাও। এবার ফের যৌন নির্যাতনের ঘটনা ঘটল টলিউডে। এবার কর্মস্থলে লাঞ্ছনা সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন টলিউডের এক মেকআপ আর্টিস্ট।

এই ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এদিন ফেসবুকে ঘটনার বিবৃতি দিয়ে অভিনেত্রী লেখেন, " আমাদের ইন্ডাস্ট্রির কেশশজ্জা শিল্পী আমার হাত ধরেই এই ইন্ডাস্ট্রি তে যার আসা, এই মুহূর্তে হাসপাতালের ইমারজেন্সিতে শুয়ে। সুইসাইড নোট লিখে রেখে গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। কোনরকমে ঠেকানো গেছে। ওকে বাঁচানো গেছে। চিকিৎসা চলছে। সন্ধ্যেবেলা মেসেজ করে আমার সাহায্য চেয়েছিল। ক্লাসে ছিলাম। সময়মত উত্তর দিতে পারিনি। নিজেকে ক্ষমা করতে পারছি না।

আরও অভিনেত্রী আরও “কর্মক্ষেত্রে হেনস্থা কোন পর্যায়ে যেতে পারে, তার জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে আমার চোখের সামনে। আমি এর শেষ দেখে ছাড়বো, কথা দিলাম।”

আরজিকর কাণ্ড নিয়ে তোলাপড় রাজ্য। তার মাঝেই কিছুদিন আগে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আসায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এর মাঝেই ফের টলিউডের অন্দরে হেনস্থার খবর এল। শুধু সুদীপ্তাই নয়, হেয়ার স্টাইলিশের এই ঘটনা নিয়ে সরব হয়েছেন আরও অনেক অভিনেতা অভিনেত্রী। মুখ খুলেছেন অভিনেতা নীল চট্টোপাধ্যায়ও। তবে এই ‘ঘটনার শেষ দেখে ছাড়বেন’ বলেই কথা দিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চট্টোপাধ্যায়।

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা