
Shashi Tharoor: বাংলা ছবিতে এবার বড় চমক আসছে। কংগ্রেস সাংসদ শশী থারুর এবার টলিউডে? অরিন্দম শীলের আসন্ন নতুন সিনেমা ‘কর্পূর’ ছবিতে নাকি পোড়খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্বের মতোই একটি চরিত্র রয়েছে। যে চরিত্রে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়।
একটি সত্য ঘটনা অবলম্বনে উপন্যাস লেখেন লেখিকা দীপান্বিতা রায়। ‘অন্তর্ধানের নেপথ্যে’ নামের সেই উপন্যাস অবলম্বনেই পরিচালক অরিন্দম শীলের একটি নতুন সিনেমা আসছে। পরিচালক নিজেই আগে জানিয়েছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের জীবনের উপর ভিত্তি করেই লেখা এই উপন্যাসটি।
এই সিনেমাটিতে মূলত দুটি সময়কাল দেখানো হবে। একটি হল ১৯৯৭ এবং অন্যটি ২০১৯ সাল। সাহেবের চরিত্রটিকেও এই দুটি সময়কালের মধ্যেই দেখা যাবে। সাহেবের লুকস এবং কস্টিউমও মনে করাবে শশী থারুরের কথা এবং তাঁর রাজনৈতিক মুহূর্ত।
তাই এই ছবির প্রচার অনুষ্ঠানেও সাদা পোশাকে উপস্থিত হন অভিনেতা নিজে। ছবির মুখ্য চরিত্র তথা মনীষার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সুতির শাড়ি এবং ভারী গয়না পরেই উপস্থিত হয়েছিলন অভিনেত্রী।
অপরদিকে, এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঔপন্যাসিক দীপান্বিতা রায় নিজেও। তাঁর কথায়, "ঐ সময় পেপারে যা যা প্রকাশিত হয়েছিল, সেইসব গবেষণা করেই এই বই লিখেছিলাম। তাই এই বইটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। আমার নিজস্বও একটা পটভূমি রয়েছে। সেটা পর্দায় কীভাবে দেখানো হয়, তার জন্য অপেক্ষায় রয়েছি। ঋতুপর্ণা খুবই ভালো একজন অভিনেত্রী। তাই ওকে ভালো মানাবে।”
এই ছবিতে লালবাজারের এক পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করবেন ব্রাত্য বসু। একটি রাজনৈতিক দলের অন্যতম প্রধান পদে থাকা নেতার চরিত্রে অভিনয় করবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। উল্লেখ্য, নব্বইয়ের দশকে শিক্ষা দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছিল এই মনীষার। এবার সেই কাহিনিকে কেন্দ্র করেই চিত্রনাট্য লিখে ফেলেছেন পরিচালক। কিন্তু ১৯৯৭ সালে, মনীষার আচমকা উবে যাওয়ার ঘটনাটি বেশ ভাবিয়ে তুলেছিল সবাইকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।