‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল’! রাজের হাত ধরতেই মিমকে তোপ পরীমণির

সহ-অভিনেত্রীর উপরে বেশ কিছু দিন ধরেই নাকি পরীমণি ক্ষিপ্ত! রাজের সঙ্গে পরপর ছবি করতে গিয়ে তৈরি হওয়া ঘনিষ্ঠতা কি তাঁর রাগের কারণ?

‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল’! বৃহস্পতিবার বিদ্যা সিনহা সাহা মিমের জন্মদিন। বিশেষ দিনে এ ভাবেই ফেসবুকে বাংলাদেশের প্রথম সারির নায়িকাকে সরাসরি বিঁধলেন পরীমণি! কারণ? সংবাদমাধ্যমের খবর, ‘দামাল’ ছবির প্রচারে নাকি শরীফুল রাজের হাত ধরেছিলেন মিম। এবং বেশ কিছু ক্ষণ নাকি তিনি পরীর স্বামীর হাত ধরেই ছিলেন! সেই খবর কানে আসতেই রাগে ফেটে পড়েন সে দেশের বিতর্কিত নায়িকা। ফেসবুকে প্রকাশ্যে একে একে তোপ দাগেন মিম, ছবির পরিচালক রাইহান রফি এবং শরিফুল রাজকে। প্রকাশ্যে এ ভাবে পরীমণিকে মুখ খুলতে দেখে হতম্ভব দুই নায়িকার অনুরাগীরাই। স্বাভাবিক ভাবেই তাঁরা দুই দলে ভাগ হয়ে গিয়েছেন। কেউ পরীমণিকে সমর্থন জানিয়ে লিখেছেন, মিম নাকি সব ছবির নায়কের প্রতিই দুর্বল হয়ে পড়েন! কেউ মিমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন। শুভ হোক আপনার আগামীর পথ চলা। পরীমণির মতো ছাগল-পাগলের পাল্লায় না পড়ে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন।’

ফেসবুকে কী লিখেছেন পরীমণি? ‘দামাল’ ছবির পরিচালককে এক হাত নিয়ে লেখেন, ‘সিনেমার সাথে সাথে দলাইটাও ভাল করেন দেখি!’ নিজের স্বামীর প্রতি তার পরেই ভর্ৎসনা, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিৎ হয়নি তোমার।’ প্রসঙ্গত, মিমের পরপর দুটো ছবির নায়ক শরীফুল রাজ। ‘পরাণ’, ‘দামাল’। দুটো ছবিই প্রথম দিন থেকে ভাল বাণিজ্য করছে। সেই জায়গা থেকেই কি নিরাপত্তাহীনতায় ভুগছেন পরীমণি? কারণ, আপাতত তিনি ছেলে রাজ্য-র কারণে অভিনয় দুনিয়ায় ফিরতে পারছেন না। তবে নায়িকার এ রকম আচরণে নতুন বিতর্কের আঁচ পেয়ে সঙ্গে সঙ্গে নড়ে বসেছেন বাংলাদেশবাসী। জনৈক এই তরজা উস্কে দিয়ে লিখেছেন, ‘এমন কিছু হবে আমি জানতাম। বেশি সুন্দরী কাছে কাছে ছিল যে! এই জন্য নিজেকে কন্ট্রোলে রাখতে পারেনি আপনার জামাই। সেটা মিম আর আপনার জামাইের হাত ধরাধরি দেখে বুঝেছিলাম।’

Latest Videos

 

বাংলাদেশ সংবাদমাধ্যমের খবর, পরীর মতো মিম নিজেও বিবাহিত। এবং সহ-অভিনেত্রীর উপরে বেশ কিছু দিন ধরেই নাকি পরীমণি ক্ষিপ্ত! রাজের সঙ্গে পরপর ছবি করতে গিয়ে তৈরি হওয়া ঘনিষ্ঠতা কি তাঁর রাগের কারণ? জবাব জানা নেই। এ সবের পিছনে পরিচালক রায়হান রাফির ভূমিকাই বা কী? তাও স্পষ্ট করেননি ‘গুনিন’ নায়িকা। তবে সে দেশের মানুষের আশা, যাবতীয় সমস্যা ব্যক্তিগত হস্তক্ষেপেই মিটবে।

Share this article
click me!

Latest Videos

ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News