মিস থেকে হলেন মিসেস, চুপিসারে বিয়ে করলেন অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার

সোমবার শ্রুতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। লেখেন, মিস থেতে মিসেস হলাম।

চুপিসারে বিয়ে করলেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। রবিবার রাতে শ্রুতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। লেখেন, মিস থেতে মিসেস হলাম। রবিবার রাতে বিয়ে সেরে ফেলনেন টলিউড অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। 

প্রেমটা চলছিল বহুদিন ধরে। এবার শিলমোহর পড়ল সেই সম্পর্কে। রবিবার বিয়ে সারলেন অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। রবিরার রাতে সেই খবর জানান সোশ্যাল মিডিয়ায়। একটি কেকের ছবি পোস্ট করেন। যাতে লেখা রয়েছে জাস্ট ম্যারেড। কেকে লেখা শ্রুতি ও স্বর্ণেন্দুর নাম। এরপরই সকলেই শুভেচ্ছা জানায় তাঁকে। সোশ্যাল মিডিয়া ভরে যায় শুভেচ্ছাবার্তায়।

Latest Videos

বর্তমানে টলিউডে চলছে বিয়ের মরশুম। সদ্য সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন। সুদীপ্তার পরই বিয়ে পিড়িতে বসলেন অভিনেত্রী মিষ্টি সিং। এবার শ্রুতি দাস ও স্বর্ণেন্দু। টলিউডের সেরা পরিচালকের তালিকায় আছেন স্বর্ণেন্দু সমাদ্দার। আর নিজের অভিনয় দক্ষতা বলে বারে বারে দর্শকদের চমক দিয়েছেন শ্রুতি। রাঙা বউ থেকে দেশের মাটি সিরিয়ালেন নোয়া- সব ধরনের চরিত্রে বারে বারে নিজেকে প্রমাণ করেছেন। গায়ের রঙ চাপা বলে কম কটুক্তি শুনতে হয়নি এক সময়। কিন্তু, তাঁর অভিনয়ের কাছে এই সকল বিতর্কই শেষ হয়ে যায়।

এদিকে প্রেম কোনও দিনই রাখঢাক ছিল না শ্রুতি ও স্বর্ণেন্দুর। স্বর্ণেন্দুর থেকে বয়সে ১৪ বছরের ছোট অভিনেত্রী শ্রুতি। এই নিয়ে নানান কটুকথা শুনতে হয়েছে শ্রুতিকে। কিন্তু, এই সব কথায় কোনও দিনই কান দেননি অভিনেত্রী। জানা যায়, সম্পর্ক নিয়ে শ্রুতির বাড়িতেও নাকি সমস্যা হয়েছিল। তাঁদের সম্পর্ক প্রথমে মেনে নেয়নি তাঁর পরিবারে। পরে সময়ের সঙ্গে সব বদলেছে। বছর ৪০-র স্বর্ণেন্দুর সঙ্গে ২৭ বছরের শ্রুতির প্রেম সহজ ভাবে গ্রহণ করা তাঁর পরিবারের জন্য ছিল কঠিন। একথা একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন শ্রুতি। সে যাই হোক, দীর্ঘ বিতর্কের পর আজ পরিণতি পেল অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার সম্পর্ক।

কদিন আগে শ্রুতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি সাজতে ভালো বাসেন। তাই শীতে বিয়ে করবেন। কিন্তু, এরই মাঝে হঠাৎ এই ভরা বর্ষায় সেড়ে ফেললেন বিয়ে। যা দেখে বেশ চমক পেয়েছেন সকলে। এদিন সাদা রঙের পোশাকে সেজে ছিলেন দুজনেই। গলায় মালা ও সিঁথিতে সিঁদুরে দেখা যায় অভিনেত্রী শ্রুতি দাসকে। সে যাই হোক অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের বিয়ের খবরে বেশ খুশির হাওয়া টলিপাড়ায়। অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের দীর্ঘদিনের প্রেমে পরিণতি পেতে দেখে খুশি সকলে।  


আরও পড়ুন

Ankush: কমেডি করতে গিয়ে ট্রোলিংয়ের শিকার, ভিডিও পোস্ট করে কটাক্ষ শুনতে হল অঙ্কুশকে

‘Abuser’ বলে কটাক্ষ, ভাইজান প্রসঙ্গে ফের বিস্ফোরক মন্তব্য তাঁর প্রাক্তন প্রেমিকা সোমি আলির

Vicky-Karan: প্রকাশ্যে এল করণের নতুন প্রোজেক্ট, প্রায় পাঁচ বছর পর জুটি বাঁধবেন করণ জোহর ও ভিকি কৌশল

 

 

Share this article
click me!

Latest Videos

রাতের অন্ধকারে মাটি পাচার! Ranaghat পুলিশের গোপন অভিযানে পাকড়াও মাটি মাফিয়ারা | Nadia News Today
ওদের 'সংখ্যাগুরু' হওয়ার স্বপ্ন, ডাইরেক্ট ওষুধ দিলেন শুভেন্দু! যা বললেন | Suvendu Adhikari
Bangla News Live : সংসদে বিস্ফোরক PM Modi, একের পর এক আক্রমণ | Asianet News Bangla
জমি বিবাদে রণক্ষেত্র Nadia-র Shantipur! সিসিটিভি-তে ধরা পড়ে সেই আঁতকে ওঠে দৃশ্য, দেখুন | Nadia News
Narendra Modi: 'নিজের গদি বাঁচাতে জরুরি অবস্থার ডাক দিয়েছিলেন ইন্দিরা গান্ধী' বিস্ফোরক মন্তব্য মোদীর