দ্বিতীয়বার বিয়ে করতেই চরম কটাক্ষ, নতুন স্ত্রী মোহরকে ঠোঁটঠাসা চুম্বন করে কী বার্তা দিলেন দুর্নিবার

সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার ঐন্দ্রিলা সেনকে বিয়ে করলেন দুর্নিবার সাহা। প্রেম থেকে বিয়ে নিয়ে হামেশাই কটাক্ষের মুখে পড়েছেন দুর্নিবার সাহা। তবে আর নয়, এবার বিয়ের পরই বেশ কড়া জবাব দিলেন গায়ক।

জীবনের নতুন ইনিংস শুরু করলেন দুর্নিবার সাহা। মধ্য কলকাতার হোটেলে বসেছিল চাঁদের হাট। দুর্নিবারের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। তবে বিয়ের আগেও প্রেম নিয়ে শিরোনামে থাকতেন তিনি। তবে সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার ঐন্দ্রিলা সেনকে বিয়ে করলেন দুর্নিবার সাহা। তবে দ্বিতীয়বার বিয়ে করতে না করতেই চরম কটাক্ষের শিকার হলেন দুর্নিবার সাহা। যদি এটা কোনও নতুন বিষয় নয়, প্রেম থেকে বিয়ে নিয়ে হামেশাই কটাক্ষের মুখে পড়েছেন দুর্নিবার সাহা। তবে আর নয়, এবার বিয়ের পরই বেশ কড়া জবাব দিলেন গায়ক।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দুর্নিবার। যেখানে দেখা যাচ্ছে, গায়কের বাহুলগ্না তার স্ত্রী মোহর। বিয়ে সেরেই নতুন স্ত্রীকে ঠোঁটঠাসা চুম্বনে ভরিয়ে দিয়েছেন দুর্নিবার। শুধু তাই নয়, আদুরে ছবি পোস্ট করে দুর্নিবার লেখেন, যখন আমরা আমাদের সম্পর্ক আলোর রোশনাইয়ে সাজাব,তখন কিছু মানুষ অহেতুক তাদের বোকা বোকা মতামত দেওয়ার চেষ্টা করবে। মোহরকে বিয়ে করে মুহূর্তের মধ্যে যে সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে সপাট জবাব দিয়েছেন দুর্নিবার।

Latest Videos

 

বিয়ের মরশুমে সরগরম ফিল্ম ইন্ডাস্ট্রি। চারিদিকে বিয়ের সানাই। বলি থেকে টলি চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসছেন একগুচ্ছ তারকারা। তেমনই গত ৯ মার্চ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন গায়ক দুর্নিবার সাহা। বলা যেতে পারে এই বিয়ের মধ্যমণি বুম্বা দা নিজেই। সকাল থেকে বিয়ের যাবতীয় খুটিনাটি তিনিই খতিয়ে দেখেছেন । শুধু তাই নয়, দাঁড়িয়ে থেকে মোহরের সঙ্গে দুর্নিবারের বিয়েও দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । শহরের এক পাঁচতারা হোটেলে বসেছিল দুর্নিবার ও ঐন্দ্রিলার বিয়ের আসর। ইন্ডাস্ট্রির অনেকেই হাজির ছিলেন দুর্নিবারের দ্বিতীয় বিয়েতে। দুর্নিবার-মোহরের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে উপস্থিত থাকতে পারেননি বলে সমাজমাধ্যমে ক্ষমাও চেয়ে নিয়েছেন এবং নবদম্পতিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আর তাতেই তীব্র কটাক্ষের মুখে পড়েন পরিচালক। একাধিক তীর্যক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। অবশেষে কমেন্ট দেখে চুপ থাকতে না পেরে মুখ খোলেন পরিচালক। তিনি লেখেন- আমি প্রচন্ড হতবাক বেশ কিছু মন্তব্য দেখে। আমি পাত্রকে ব্যক্তিগতভাবে চিনি না। তবে কাজের দৌলতে মোহরের সঙ্গে পরিচয়। তার পক্ষ থেকেই নিমন্ত্রণ ছিল ,তবে যাওয়া সম্ভব হয়নি। সেই কারণেই সৌজন্যবোধে এই পোস্ট, তবে আপনাদের রাগের কারণ নিয়ে অবগত নই। কিন্তু আমার শুভেচ্ছাবার্তা কারোর ভাবাবেগে আঘাত করলে আমি দুঃখিত।আজ থেকে ঠিক দুই বছর আগের ফাল্গুনে মিউজিক্যাল জুটি দুর্নিবার সাহা ও মীনাক্ষি মুখোপাধ্যায় সাতপাকে বাঁধা পড়েছিলেন। একে অপরের সঙ্গে দীর্ঘদিন ধরে রিলেশনশিপে ছিলেন তারা। ২০১৭ সালে আইনি বিয়ে সেরে নিয়েছিলেন দুর্নিবার সাহা ও মীনাক্ষি মুখোপাধ্যায়। তারপর প্রায় ৪ বছর বাদে ২১ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন টলিপাড়ার হট-হ্যাপেনিং কাপল দুর্নিবার ও মীনাক্ষি। বাঙালি নিয়ম-রীতি মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুর্নিবার সাহা ও মীনাক্ষি মুখোপাধ্যায় । যদিও সেই বিয়ে টিকল না। ঘটা করে বিয়ে করার পর ২০২২ সালে আইনি বিচ্ছেদ হয় দুর্নিবারের। আপতত বছর ঘুরতে না ঘুরতে ঐন্দ্রিলাকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দুর্নিবার সাহা।

 

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ কেন মারধর করা হল ভারতীয় মৎস্যজীবীদের? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee
West Bengal-এর কী নতুন নামকরণ করলেন BJP নেত্রী Agnimitra Paul! দেখুন | Agnimitra Paul Latest News
ফের বাঘের দৌরাত্ম্যে অতিষ্ঠ গ্রামবাসীরা! গ্রামে রাত পাহারায় বনদপ্তর | South 24 Parganas News Today
Mamata Banerjee Live: ভারতে ফেরা মৎস্যজীবীদের বিশেষ উপহার মমতার, দেখুন সরাসরি
১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল Khadaan, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন Dev