আরজি কর কাণ্ডের প্রতিবাদের নতুন পদ্ধতির কথা জানালেন লগ্নজিতা, দিলেন বিশেষ ভিডিও বার্তা

আরজি করের ঘটনায় নতুন করে প্রতিবাদ শুরু করেছেন গায়িকা লগ্নজিতা। তিনি সকলকে 'উই ডিমান্ড জাস্টিস' লেখার আহ্বান জানিয়েছেন। পুজোর মরশুমেও কি থামছে না এই লড়াই?

আরজি কর নিয়ে লড়াই চলল দীর্ঘদিন। অনেকেই ডাক দিয়েছিলেন পুজো বয়কটের। তবে, শেষ পর্যন্ত সকলেই ফিরলেন উৎসবে। অন্তত এমনটাই বলছে চারিদিকের আবহাওয়া। চারিদিকে শুরু হয়েছে প্যান্ডেল তৈরির কাজ। তবে, এই পুজোর মরশুমে যে পুরোপুরি লড়াই বন্ধ হয়নি তা জানালেন গায়িকা।

সদ্য আরজি কর নিয়ে মুখ খুললেন গায়িকা লগ্নজিতা। প্রচারের নয়া পথ বেছে নিলেন তিনি। একটি ভিডিও শেয়ার করেছেন লগ্নজিতা। সেখানে বললেন, অভয়ার বিচার চেয়ে যে লড়াই জুনিয়র চিকিৎসক-সহ সাধারণ মানুষেরা চালিয়েছে তার কোনও জবাব নেই। দেশ-বিদেশে সমস্ত জায়গা থেকে প্রতিবাদ হচ্ছে। তার জন্য আমরা সকলে কৃতজ্ঞ। আমার মনে হয় উই ওয়ান্ট জাস্টিস বলার সময় আর নেই। এখন উই ডিমান্ড জাস্টিস বলার সময় এসেছে।

Latest Videos

তিনি বলেন, বাড়ির সামনে, ঘরের ভিতরে, গাড়ির কাচে, অফিসের ডেস্ক এবং আরও যেখানে বিষয়গুলো তুলে ধরা সম্ভব ব্যক্তিগত ভাবে সেখানে আমরা উই ডিমান্ড জাস্টিস লিখব। সাদা-কালো-রঙিন যে কোনও ভাবে লিখে রাখব ততদিন, যতদিন না আমার-আপনার ডিম্যান্ড পূরণ হবে। শুধু নিজেকে নয়, অন্য সকলে যারা আমাদের স্পেসে আসবে, তাদেরও যাতে এই লেখা মনে করিয়ে দিতে পারে আমরা বিচার চাই।

এদিকে ৯ অগস্ট আরজি কর থেকে উদ্ধার হয় এক চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান। এখনও চলছে এই ঘটনার তদন্ত। একের পর এক সত্য সামনে আসছে। যা নিয়ে চলছে বিতর্ক। এখন দেখার এই রহস্যের সত্যতা কবে সামনে আসে। 

Share this article
click me!

Latest Videos

মোদী-মমতাকে একযোগে আক্রমণ অধীরের #shorts #adhirranjanchowdhury #mamatabanerjee #narendramodi
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
ঝোপের মধ্যে রাখা ব্যাগে তাজা...ঘাড় ধরে নিয়ে গেল বাসন্তী থানার পুলিশ | Basanti News | Bangla News
'বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে', বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury-র