আরজি কর কাণ্ডের প্রতিবাদের নতুন পদ্ধতির কথা জানালেন লগ্নজিতা, দিলেন বিশেষ ভিডিও বার্তা

আরজি করের ঘটনায় নতুন করে প্রতিবাদ শুরু করেছেন গায়িকা লগ্নজিতা। তিনি সকলকে 'উই ডিমান্ড জাস্টিস' লেখার আহ্বান জানিয়েছেন। পুজোর মরশুমেও কি থামছে না এই লড়াই?

Sayanita Chakraborty | Published : Sep 28, 2024 11:58 AM IST

আরজি কর নিয়ে লড়াই চলল দীর্ঘদিন। অনেকেই ডাক দিয়েছিলেন পুজো বয়কটের। তবে, শেষ পর্যন্ত সকলেই ফিরলেন উৎসবে। অন্তত এমনটাই বলছে চারিদিকের আবহাওয়া। চারিদিকে শুরু হয়েছে প্যান্ডেল তৈরির কাজ। তবে, এই পুজোর মরশুমে যে পুরোপুরি লড়াই বন্ধ হয়নি তা জানালেন গায়িকা।

সদ্য আরজি কর নিয়ে মুখ খুললেন গায়িকা লগ্নজিতা। প্রচারের নয়া পথ বেছে নিলেন তিনি। একটি ভিডিও শেয়ার করেছেন লগ্নজিতা। সেখানে বললেন, অভয়ার বিচার চেয়ে যে লড়াই জুনিয়র চিকিৎসক-সহ সাধারণ মানুষেরা চালিয়েছে তার কোনও জবাব নেই। দেশ-বিদেশে সমস্ত জায়গা থেকে প্রতিবাদ হচ্ছে। তার জন্য আমরা সকলে কৃতজ্ঞ। আমার মনে হয় উই ওয়ান্ট জাস্টিস বলার সময় আর নেই। এখন উই ডিমান্ড জাস্টিস বলার সময় এসেছে।

Latest Videos

তিনি বলেন, বাড়ির সামনে, ঘরের ভিতরে, গাড়ির কাচে, অফিসের ডেস্ক এবং আরও যেখানে বিষয়গুলো তুলে ধরা সম্ভব ব্যক্তিগত ভাবে সেখানে আমরা উই ডিমান্ড জাস্টিস লিখব। সাদা-কালো-রঙিন যে কোনও ভাবে লিখে রাখব ততদিন, যতদিন না আমার-আপনার ডিম্যান্ড পূরণ হবে। শুধু নিজেকে নয়, অন্য সকলে যারা আমাদের স্পেসে আসবে, তাদেরও যাতে এই লেখা মনে করিয়ে দিতে পারে আমরা বিচার চাই।

এদিকে ৯ অগস্ট আরজি কর থেকে উদ্ধার হয় এক চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান। এখনও চলছে এই ঘটনার তদন্ত। একের পর এক সত্য সামনে আসছে। যা নিয়ে চলছে বিতর্ক। এখন দেখার এই রহস্যের সত্যতা কবে সামনে আসে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'পুলিশ তো তৃণমূলের ক্যাডার তাহলে কীভাবে থ্রেট কালচার বন্ধ হবে?' বিস্ফোরক শুভেন্দু
প্রতিবাদের সুর হল আরও তীব্র! আরও কর্মসূচির ঘোষণা জুনিয়র চিকিৎসকদের গণ কনভেনশনে | RG Kar Protest
হুগলির বন্যা মোকাবিলায় এসডিও স্মিতা সান্যাল শুক্লা, নিলেন সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
Firhad Hakim- এর ওএসডি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! কী বললেন Mayor Firhad Hakim | Firhad Hakim