'সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল', প্রখ্যাত শিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাড়ি নিয়ে আশা হইয়েছিল সুমিত্রা সেনকে। মঙ্গলবার ভোরে মারা যান তিনি। সুমিত্রা সেনের সঙ্গেই সমাপ্তি ঘটে সংগীতের এক যুগেরও। শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সুরের আকাশকে শূন্য করে চলে গেলেন প্রখ্যাত শিল্পী সুমিত্রা সেন। ৮৯ বছর বয়সে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঘটনায় শোকের ছায়া সংগীত জগতে। দীর্ঘ কয়েক দশক ধরে নিজ গায়কিতে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। কিছুদিন আগেই ব্রঙ্কোনিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। দক্ষিন কলকাতার একটি বিশিষ্ট হাসপাতালে চলছিল তাঁর চিকিৎসা। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাড়ি নিয়ে আশা হইয়েছিল সুমিত্রা সেনকে। মঙ্গলবার ভোরে মারা যান তিনি। সুমিত্রা সেনের সঙ্গেই সমাপ্তি ঘটে সংগীতের এক যুগেরও। শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

বর্ষীয়ান রবীন্দ্র সংগীত শিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখলেন,'বিশিষ্ট সংগীত শিল্পী সুমিত্রা সেনের প্রয়াণ গভীর শোক প্রকাশ করছি। আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর। রবীন্দ্রসঙ্গীতের একজন অগ্রগণ্য শিল্পী হিসেবে দীর্ঘ কয়েক দশক ধরে নিজের গায়কিতে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন। ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে সঙ্গীত মহাসম্মান প্রদান করে। আমার সঙ্গে সুমিত্রা সেনের দীর্ঘদিনের নিবির সম্পর্ক ছিল। সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ইন্দ্রাণী ও শ্রাবণীর এবং সুমিত্রাদির পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'

Latest Videos

গত ২১ ডিসেম্বর ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসতালে ভর্তি হন সংগীত শিল্পী সুমি্ত্রা সেন। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছিল তাঁর। ২ জানুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরানো হয় বর্ষীয়ান শিল্পীকে। এর পরের দিনই মঙ্গলবার ভোর ৪টে নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিজের বর্ণময় জীবনে দর্শকদেরকে একের পর এক হিট গান দিয়েছেন তিনি। এর মধ্যে, 'মেঘ বলেছে যাব যাব', 'বিপদে মরে রক্ষা করো', 'ঘরেতে ভ্রমর এল', 'সখি ভাবনা কাহারে বলে', 'রাঙিয়ে দিয়ে যাও' -এগুলি উল্লেখযোগ্য।

আরও পড়ুন - 

থামল সুরের যাত্রা, মঙ্গলবার সকালে প্রয়াত বিশিষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন

আপাতত রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে বিরক্ত করবেন না, কেন এমন বললেন মমতা

পঞ্চায়েত ভোটে সাফল্য পেতে মমতার হাতিয়ার 'দিদির সুরক্ষা কবচ', জানুন কীভাবে প্রচার করবে তৃণমূল

Share this article
click me!

Latest Videos

প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র