প্যান্ট পরেন নি? সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেই নেটিজেনদের অশালীন প্রশ্নের মুখে সোহিনী

Published : Feb 18, 2024, 07:14 PM ISTUpdated : Feb 18, 2024, 07:27 PM IST
Sohini Sarkar faces criticism from netizens for sharing photos of Finland bsm

সংক্ষিপ্ত

সোহিনী ফিলন্যান্ডের ছবি শেয়ার করেছেন। কালো শর্ট ড্রেস পরে রয়েছে। ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, চুল এলো। ছবির ক্যাপশনে তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। 

আবারও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষার মুখে টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। ফিনল্যান্ডে রয়েছেন অভিনেত্রী। সেখানকারই দুটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোহিনী। সেখানেই তাঁর পোশাক নিয়ে কটাক্ষ করেছে নেটিজেনরা। এক নেটিজেনতো সরাসরি বলেছেন, 'প্যান্ট পরেননি কেন?'

সোহিনী ফিলন্যান্ডের ছবি শেয়ার করেছেন। কালো শর্ট ড্রেস পরে রয়েছে। ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, চুল এলো। ছবির ক্যাপশনে তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। ফিনল্যান্ড, ক্রুজ আর নাইটলাইফ। ছবি থেকে স্পষ্ট রাতের বেলায় পার্টি মুডে রয়েছেন তিনি। তবে তাঁর ছবি দেখেই নেটিজেনরা কটাক্ষ করছেন। দেখুন সোহিনীর ছবিঃ

এক নেটিজেন কটাক্ষ করে বলেছেন, 'প্যান্ট পরেননি কেন?' তারপরই একজন লিখেছেন, 'ফিনল্যান্ডের সংস্কৃতিতে প্যান্ট পরার চল রয়েছে।' তবে সোহিনীর ছবি দেখে অনেকেই পছন্দ করেছেন। তাঁর কালো পোশাক ক্যারি করাকেও পছন্দ করেছেন।

টালিগঞ্জের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম সোহিনী। অভিনয়ের জেরে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তবে দুর্গ রহস্য থেকে শুরু করে কাবুলিয়ালা নানা চরিত্র সুন্দর করেই ফুটিয়ে তুলেছেন পর্দায়। তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন মিঠুন চক্রবর্তী। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কারও।

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা