Sreelekha Mitra: ট্যাবু ভেঙে আইটেম ডান্সে শ্রীলেখা মিত্র, রইল ছবির নাম

Published : Mar 05, 2024, 07:49 PM ISTUpdated : Mar 06, 2024, 09:46 AM IST
sreelakha

সংক্ষিপ্ত

টলিপাড়ায় গুঞ্জন শ্রীলেখা মিত্রকে এবার দেখা যাবে আইটেম সং-এর লাস্য়ময়ী ভূমিকায়। ছবির নাম নেগেটিভ। পরিচালক বাপ্পা। ছবির কিছুটা শ্যুটিংও হয়ে গিয়েছে। 

বাংলা ইন্ডাস্ট্রিতে বিতর্কিত অভিনেত্রী হিসেবেই পরিচিত শ্রীলেখা মিত্র। টালিগঞ্জের একাধিক বিষয় নিয়ে কখনও সোশ্যাল মিডিয়ায়, কখনও আবার প্রকাশ্যেই সরব হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাকটিভ শ্রীলেখা। এবার তাঁকে সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা যাবে।

টলিপাড়ায় গুঞ্জন শ্রীলেখা মিত্রকে এবার দেখা যাবে আইটেম সং-এর লাস্য়ময়ী ভূমিকায়। ছবির নাম নেগেটিভ। পরিচালক বাপ্পা। ছবির কিছুটা শ্যুটিংও হয়ে গিয়েছে। ছবির নায়ক-নায়িকা হিসেবে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও দেবলীনা দত্তকে। তাতেই আইটেম সং এক বিশেষ ভূমিকায় দেখা যাবে শ্রীলেখাকে। সেই নাচের করিয়োগ্রাফি করেছেন, ডান্স বাংলা ডান্স খ্যাত আরিয়ান। আগেই অবশ্য পরিচালক জানিয়েছেন, এই ছবিতে একটি বিশেষ চমক রয়েছে। তারপরই প্রকাশ্যে আসে শ্রীলেখার আইটেম ডান্সে। যদিও এই বিষয়ে অভিনেত্রী কিছুই জানাননি।

ছবিতে রাহুল একজন ফোটোগ্রাফার। তাঁর কাজ নিয়ে অনেকেই নানা অভিযোগ তোলেন। কাজ নিয়ে প্রশ্ন তোলেন সকলে। যদিও তাঁর চরিত্রের নাম বিশ্বকর্মা। অন্যদিকে তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন দেবলীনা। স্ত্রীও রাহুলের কাজে হতাশ। এই ছবিতে রাহুলকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। ছেলে ও বাবার ভূমিকায় অভিনয় করেছেন।

PREV
click me!

Recommended Stories

"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন