'সবাই জেগে উঠেছে, আর কেউ ঘুমাবো না' ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ জানিয়ে বললেন সুদীপ্তা

মহিলা ডাক্তারের মৃত্যুর পর থেকেই প্রতিবাদ চলছে। জুনিয়র ডাক্তাররা ধর্না তুলে নিলেও এবার সুর চড়িয়ে প্রতিবাদে সামিল হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, কিঞ্জল নন্দ।

১০ দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এবার তারা ফিরবেন কাজে। শনিবার থেকে কাজ ফিরবেন তাঁরা। তার আগে শুক্রবার স্বাস্থ্যভবন থেকে সিবিআইয়ের আঞ্চলিক হেড কোয়ার্টার সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করল তারা।

এদিন ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ডাক্তারদের কুর্নিশ জানালেন অভিনেত্রী। তিনি বলেন, এই রকম দৃশ্য আমরা দেখিনি, আমার মা বলেছেন উনিও ওঁনার জীবদ্দশায় এমন প্রতিবাদ দেখিনি। এখন আমার মেয়েও মিছিলে হাঁটছে। অনেকদিন আমরা গা বাঁচিয়ে, পিঠ বাঁচিয়ে চলেছি। আজকে হঠাৎ করে সবাই জেগে উঠেছে, আর কেউ ঘুমাবো না।

Latest Videos

তেমনই ফেসবুকে নিজেদের মিছিলের ঝলক শেয়ার করে কিঞ্জল লেখেন, গর্জন শুনছেন? দুর্নীতির বিরুদ্ধে মনুষ্যত্বের আওয়াজ… আমরা বিচার চাই। ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছেন কিঞ্জল নন্দ।

এখনও চলছে তদন্ত। ৯ অগস্ট উদ্ধার হয়েছিল মহিলা ডাক্তারের দেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনা একজন গ্রেফতার হলেও অনেকেই মনে করছেন এই ঘটনায় আরও অনেকে জড়িত। এখনও তা নিয়ে চলছে তদন্ত। এদিকে আবার এই ঘটনার তদন্ত করতে গিয়ে সঞ্জয় ঘোষের দুর্নীতি সামনে আসে। গ্রেফতার করা হয়েছে তাঁকে। গ্রেফতার হয়েছেন টালা থানার ওসিও। এখনও চলছে তদন্ত। সঠিক বিচারের আশায় আন্দোলন করে চলেছেন সাধারণ থেকে সেলেব সকলে। এদিকে আবার কদিন ধরে ধর্না দিল জুনিয়র ডাক্তাররা। পাঁচ দফা দাবিতে ধর্না দিয়েছিল তাঁরা। বর্তমানে উঠে গিয়েছে সেই ধর্না। কাল থেকে কাজে যোগ দেবেন ডাক্তাররা।

Share this article
click me!

Latest Videos

মোদী-মমতাকে একযোগে আক্রমণ অধীরের #shorts #adhirranjanchowdhury #mamatabanerjee #narendramodi
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
ঝোপের মধ্যে রাখা ব্যাগে তাজা...ঘাড় ধরে নিয়ে গেল বাসন্তী থানার পুলিশ | Basanti News | Bangla News
'বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে', বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury-র