Swastika Mukherjee: 'প্লিজ হেল্প', পথ কুকুরদের বাঁচাতে কাতর আর্জি স্বস্তিকার
সোশ্যাল মিডিয়ায় বিজেপি সাংসদ তথা প্রাণী কল্যাণে অগ্রণী ভূমিকা নেওয়া মানেকা গান্ধীর কাছে সাহায্য চাইছেন টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু কী এমন হল যে মানেকা গান্ধীর দ্বারস্থ হতে হল স্বস্তিকাকে? জেনে নেওয়া যাক।
স্বস্তিকার পশুপ্রেমের কথা সকলেরই জানা। সারমেয়দের প্রতি নায়িকার স্নেহ বরাবরই চোখে পড়েছে ভক্তদের। প্রয়োজনে সারমেয়দের জন্য সুরও চড়িয়েছেন তিনি।
এবারও পথ কুকুরদের প্রাণ রক্ষার্থে সরব হলেন নায়িকা। দ্বারস্থ হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর।
জানা যাচ্ছে উত্তরপ্রদেশের পুরানি চুঙ্গির হাপুরে পথ কুকুরদের উপর নৃসংশ অত্যাচার চালাচ্ছে স্থানীয় কিছু বাসিন্দা। তাদের জ্যান্ত পুড়িয়ে মারা, লাঠি পেটা এমনকী বাচ্চা কুকুরদের জন্মের পরই দূরে ফেলে দিয়ে আসার মত নানা ঘটনা ঘটছে।
অমানবিকভাবে পথ কুকুরদের হত্যা এমনকী তাদের এমন পরিত্যাক্ত বাড়িতে ছেড়ে আসা হয় যেখানে তারা খাবার ও জলের অভাবে মারা যায়।
স্থানীয়দের অভিযোগ সারমেয়দের কামড়ে অতিষ্ট হয়েই এই পদক্ষেপ। তবে এই অভিযোগকে অজুহাত বলেই দাবি করছেন স্থানীয়দের একাংশ।
এই ঘটনা স্বস্তিকার নজরে আসতেই প্রতিবাদে সরব হল তিনি। পশুপ্রেমীদের সমর্থনে এগিয়ে এসেছেন নায়িকা।
এই প্রসঙ্গে মানেকা গান্ধীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়ে একটি পোস্টও করেছেন তিনি।
এলাকায় আরও কিছু সারমিয় রয়েছে। তাদের সুরক্ষার জন্য আর্জি জানিয়েছেন অভিনেত্রী। সারমেয়দের প্রাণ বাঁচাতে অবিলম্বে তাদের স্থানান্তরিত করার কথাও বলেছেন তিনি।