'ক্লাস এইটে প্রথম প্রেম, তবে সেটা কৌশানি নয়',ভ্যালেন্টাইন্স ডে-র দিন বোমা ফাটালেন বনি সেনগুপ্ত

টলিপাড়ার লাভবার্ডস বনি-কৌশানিকে নিয়ে চর্চা লেগেই রয়েছে।  কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন বনি-কৌশানি। কৌশানির সঙ্গে কবে, কোথায় প্রথম আলাপ, প্রেমের শুরুটাই বা কীভাবে হল প্রেমদিবসের দিন সমস্ত প্ল্যান সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ফাঁস করলেন বনি সেনগুপ্ত।

Web Desk - ANB | Published : Feb 14, 2023 2:24 PM
18

টলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই  প্রেমের কাহিনিও বেশ মজাদার। টলিউডের অন্যতম বহুল চর্চিত জুটি বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

28

লুকোছাপা, রাখঢাক এসব মোটেই পছন্দ নয় বরং খুল্লামখুল্লা প্রেমেই মজেছেন বনি ও কৌশানি।  নিজেদের প্রেমের কথা কোনওদিনই গোপন রাখেননি এই টলি কাপল। এবার ভ্যালেন্টাইন্স ডে-র দিন প্রেম নিয়ে বোমা ফাটালেন বনি সেনগুপ্ত। 

38

টলিপাড়ার লাভবার্ডস বনি-কৌশানিকে নিয়ে চর্চা লেগেই রয়েছে। পর্দার প্রেম যে কীভাবে বাস্তবে পরিণত হয়েছে তার পিছনে রয়েছে অনেক বড় গল্প। তারপর থেকেই কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন বনি-কৌশানি। কৌশানির সঙ্গে কবে, কোথায় প্রথম আলাপ, প্রেমের শুরুটাই বা কীভাবে হল প্রেমদিবসের দিন সমস্ত প্ল্যান  সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ফাঁস করলেন  বনি সেনগুপ্ত।
 

48

সালটা ২০১৪। পরিচালক রাজ চক্রবর্তীর বরবাদ ছবির হাত ধরেই টলিউডে ডেবিউ করেন বনি সেনগুপ্ত। তারপরের বছরই ২০১৫ সালে রাজ চক্রবর্তীর ছবি পারব না আমি ছাড়তে তোকে-তে অভিনয় করেন বনি এবং সেই ছবিরই নায়িকা ছিলেন কৌশানি মুখোপাধ্যায়। এই ছবি দিয়েই কেরিয়ারের শুরু কৌশানির। 

58

 বনি জানান, রাজ চক্রবর্তীর অফিসে ওর সঙ্গে আমার প্রথম দেখা, ওয়ার্কশপ করার সময়। তারপর শুটিং করতে করতেই  যখন বুঝলাম একটু বেশিই মিস করছি, তখন থেকেই  প্রেমের শুরু। অভিনেতা সাক্ষাৎকারে আরও জানান, রায়চকে শুটিং করতে গিয়ে বনিকে প্রথম প্রেমনিবেদন করেন বনি , এবং সেই প্রস্তাবে না বলেননি কৌশানি। 

68

প্রেমদিবসের বিশেষ দিনে নিজেদের প্রেমের আরও অনেক কাহিনি ফাঁস করেছেন অভিনেতা। চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে-তে কী প্ল্যান রয়েছে বনি ও কৌশানির। অভিনেতা তার উত্তরে জানান, কলকাতা থেকে একটু দূরে একটা হোটেলে এই বছর ভ্যালেন্টাইন্স সেলিব্রেট করবেন বনি ও কৌশানি। 

78

এবার স্পেশ্যাল কিছু প্ল্যানও রয়েছে যেমন ক্যান্ডেল লাইট ডিনার, সিনেমা আরও অনেক কিছু। দীর্ঘ ৮ বছর ধরে  রিলেশনশিপে রয়েছেন বনি-কৌশানি। তবে ছাদনাতলায় কবে যাচ্ছেন? বিয়ের কথা শুনেই অভিনেতা সটান জানান, বিয়ের মতো বড় স্টেপ নেওয়ার আগে সবটা গুছিয়ে নিয়ে তারপরই এগোবো।

88

তবে বনি আরও জানান কৌশানি আমার প্রথম প্রেম নয়। ক্লাস এইটে পড়ার সময় জীবনে প্রথম প্রেম এসেছিল, তবে নাম বলা যাবে না।  আপাতত সব ভুলে কৌশানির প্রেমেই মজে রয়েছেন বনি সেনগুপ্ত।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos