'ভ্যালেন্টাইন্স ডে'-র দিন রোম্যান্টিক ছবিতে পোজ নীল-তৃণার, প্রেমদিবসে ট্রোলারদের দিলেন মোক্ষম জবাব

ভ্যালেন্টাইন্স ডে-র দিন স্ত্রী তৃণার সঙ্গে আদুরে ছবি পোস্ট করে নিন্দুকদের মুখে ঝামা ঘসে দিলেন তারকা দম্পতি। রংমিলান্তি পোশাক পরে হাসি মুখে ক্যামেরায় পোজ দিয় সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন নীল-তৃণা জুটি।

 

টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল লাভবার্ডস নীল-তৃণার সুখের সংসারে নাকি ভাঙন ধরেছে। বাংলা টেলিভিশনের পাওয়ার নীল-তৃণার বিচ্ছেদের জল্পনা নিয়ে কম জলঘোলা হয়নি গত কয়েকদিন। অনেকেই বলেছিলেন, তাদের সংসার ভাঙতে চলেছে। যদিও তারকা দম্পতি একথা মানতে নারাজ। বিচ্ছেদের জল্পনার মাঝেই বড় খবর দিয়ে তৃণা জানিয়েছিলেন,সবকিছু একদম ঠিক আছে। যা রটেছে তার পুরোটাই গুজব।

Latest Videos

এবার ভালবাসার বিশেষ দিন ভ্যালেন্টাইন্স ডে-র দিন স্ত্রী তৃণার সঙ্গে আদুরে ছবি পোস্ট করে নিন্দুকদের মুখে ঝামা ঘসে দিলেন তারকা দম্পতি। রংমিলান্তি পোশাক পরে হাসি মুখে ক্যামেরায় পোজ দিয় সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন নীল-তৃণা জুটি। ছবিতে দেখা যাচ্ছে লাল টকটকে শাড়ি, গলায় মোতির হার, এবং কানে বড় কানপাশা, চুলে খোপা বেঁধে নিজেকে মেলে ধরেছেন তৃণা। অন্যদিকে লাল রঙের পাঞ্জাবি ও জহর কোর্ট পরে ভালাবসার রঙে নিজেদের রাঙিয়ে তুলেছেন নীল। দেখে নিন পোস্টটি,

 

 

তৃণাকে জড়িয়ে ছবি দিয়েই ক্ষান্ত হননি নীল। পোস্টে নিন্দুকদের কড়া ভাষায় জবাবও দিয়েছেন বাংলা মিডিয়াম অভিনেতা। ছবির ক্যাপশনে লিখেছেন- ভ্যালেন্টাইন্স স্পেশ্যাল, আজকাল পোস্ট দেওয়াটা খুব জরুরি, তা না হলে তো আবার লোকজন আর্টিকেল লিখতে শুরু করে দেবে। নীলের এই পোস্টে কমেন্টের বন্যা। সেই পোস্টে তৃণার মন্তব্যও নজর কেড়েছেন। তৃণা লিখেছেন- হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে , সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। তবে ক্যাপশনটা সেই...। তবে একটু খেয়াল করলেই দেখা যাবে ছবিটা নতুন নয়। বরং গত বছরের দুর্গাপুজোর সময়কার ছবি দিয়েই বউকে ভ্যালেন্টাইন্স ডে-এর শুভেচ্ছা জানিয়েছেন নীল ।

 

 

টলিপাড়ার হট অ্যান্ড হ্যাপেনিং জুটি তৃণা সাহা ও নীল ভট্টাচার্যকে নিয়ে সর্বদাই চর্চা চলছে। টলিপাড়ার দুই তারকাকে নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে। দুজনকে একসঙ্গে দেখার জন্য সর্বদাই মুখিয়ে রয়েছেন ভক্তরা। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ। ব্যক্তিগত জীবনে খুটিনাটি হামেশাই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তৃণা সাহা। লুকোছাপা, রাখঢাক এসব মোটেই না পসন্দ তৃণার । অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই দেখা যায় তার নানা মুডের ছবি। নয়া ট্রেন্ডিং রিলে হামেশাই কিছু না কিছু করে থাকেন তৃণা সাহা। বাংলা টেলিভিশনে অন্যতম চর্চিত কাপল হলেন নীল-তৃণা জুটি। রিল হোক কিংবা রিয়েল সর্বদাই তাদের জুটি নজর কাড়ে সকলের। বৈদিক মন্ত্রধ্বনি উচ্চারণ, অগ্নিসাক্ষী রেখে হিন্দু সনাতন রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়েছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে এই মুহূর্তে হাতে একগুচ্ছ কাজ রয়েছে নীল ও তৃণার। চলতি মাসের ১১ ফেব্রুয়ারি তৃণার ওয়েব সিরিজ গভীর জলের মাছ মুক্তি পেয়েছে। অন্যদিকে এই মুহূর্তে স্টার জলসার বাংলা মিডিয়াম সিরিয়ালে অভিনয় করছেন নীল ভট্টাচার্য।

Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী