হয়ে গেল আশীর্বাদ, আগামী কাল বিয়ের পিঁড়িতে বসবেন সৌরভ দাস ও দর্শনা

শুক্রবার অর্থাৎ ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। এর আগে তাদের প্রেমের গুঞ্জন ছিল সর্বত্র। কিন্তু, হঠাৎ করে যে তাঁরা বিয়ে করে ফেলবেন তা কেউ-ই আশা করতে পারেননি।

নভেম্বরের শেষেই সকলকে দিয়েছেন চমক। জানা যায়, বিয়ে করতে চলেছেন সৌরভ দাস ও দর্শনা বনিক। ওটিটি থেকে ছোট পর্দা সর্বত্র জমিয়ে অভিনয় করেছেন সৌরভ। কাজ করেছেন ছবিতেও। শেষ তাঁকে অন্তরমহল-এ দেখা গিয়েছিল। আবার অনেকে কাছে তিনি মন্টু পাইলট নামে পরিচিত। অন্যদিকে, মডেলিং থেকে ছবির পর্দা- সর্বত্র নিজের নাম পাকা করেছেন দর্শনা বনিক।

শুক্রবার অর্থাৎ ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। এর আগে তাদের প্রেমের গুঞ্জন ছিল সর্বত্র। কিন্তু, হঠাৎ করে যে তাঁরা বিয়ে করে ফেলবেন তা কেউ-ই আশা করতে পারেননি। হঠাৎ-ই নিজের বিয়ের কার্ড প্রকাশ করে সৌরভ জানান বিয়ের কথা। আর এবার বিয়ের আগে হয়ে গেল প্রাক বিয়ের অনুষ্ঠান। ধুমধাম করেই হল আশীর্বাদ।

Latest Videos

আশীর্বাদে অভিনেত্রীকে দেখা যায় গোলাপী রঙের বেনারসিতে। সঙ্গে পরেছিলেন সোনার গয়না। চুল ছিল খোলা। তেমনই হালকা মেকআপে ধরা দেয় নায়িকা। তেমনই সৌরভকেও দেখা গিয়েছিল সাবেকি সাজে। সপরিবারের ছবি পোস্ট করেন তিনি। তেমনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল দর্শনার সল্টলেকের বাড়ির ছবি। সেই বাড়িতেই হচ্ছে প্রাক বিয়ের নানান অনুষ্ঠান। সে কারণে গোটা বাড়ি সাজানো হয়েছে আলো দিয়ে। বাড়ির সামনে হয়েছে গেট। বাড়ির ভিতরেও হয়েছে ফুলের সাজ। বিয়ের আগের দিন বাড়ির নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নায়িকা। এমনকী, আইবুড়ো ভাতের দিন সকালে লাল পেড়ে সাদা শাড়িতে দেখা যায় দর্শনাকে। মাথায় মুকুট পরে ফোটোশ্যুট করিয়েছেন নায়িকা।

 

 

অন্যদিকে বিয়ের আগে টোপর পড়ে ছহি পোস্ট করেছিলেন সৌরভ। কদিন আদে কমলা পঞ্জাবি আর মাথায় টোপর দিয়ে দেখা যায় অভিনেতাকে। বন্ধুদের সঙ্গে মজার মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন সৌরভ।

 

আরও পড়ুন

মনোকিনিতে বাংলা সিরিয়ালের অভিনেত্রী দেবচন্দ্রিমা,ভিডিও ঘুম কাড়ল নেট জনতার

Raj Kapoor: নার্গিস ছেড়ে যেতেই মদে ডুবে যান বলিউডের 'শো ম্যান', জন্মদিনে জানুন অজানা কাহিনি

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury