Saurav-Darshana Wedding: সাদা পাঞ্জাবি পরে হলুদ মাখলেন সৌরভ, শুরু হল বিয়ের অনুষ্ঠান

নভেম্বরের শেষেই সকলকে চমক দিয়েছিলেন সৌরভ-দর্শনা। জানা বিয়ের কথা। আজ ১৫ ডিসেম্বর শুক্রবার সাত পাকে বাঁধা পড়বেন সৌরভ-দর্শনা।

একের পর এক বিয়ে টলিপাড়ায়। নভেম্বর থেকে বেজেই চলেছে বিয়ের সানাই। বিয়ে শুরু হয়েছিল পরমব্রতকে দিয়ে। ২৭ নভেম্বর পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী সাত পাকে বাঁধা পড়েন। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়াকে বিয়ে করে বিতর্কে জড়ান পরম। নানান কটাক্ষ শুনতে হয়। এরপর প্রকাশ্যে আসে টলিনায়িকা সুপর্ণার বিয়ের খবর। পেশায় ডাক্তার শুভ-কে বিয়ে করেন সুপর্ণা। তারপরই সাত পাকে বাঁধা পড়েন সন্দীপ্তা ও সৌম্য। ওটিটি প্ল্যাটফর্মে কর্মরত সৌম্য। পরিণীতি পায় সন্দীপ্তা ও সৌম্যর দীর্ঘদিনের প্রেম। এবার বিয়ের পালা সৌরভ ও দর্শনার।

নভেম্বরের শেষেই সকলকে চমক দিয়েছিলেন সৌরভ-দর্শনা। জানা বিয়ের কথা। ওটিটি থেকে ছোট পর্দা সর্বত্র জমিয়ে অভিনয় করেছেন সৌরভ। কাজ করেছেন ছবিতেও। শেষ তাঁকে অন্তরমহল-এ দেখা গিয়েছিল। আবার অনেকে কাছে তিনি মন্টু পাইলট নামে পরিচিত। অন্যদিকে, মডেলিং থেকে ছবির পর্দা- সর্বত্র নিজের নাম পাকা করেছেন দর্শনা বনিক। তাদের প্রেমের গুঞ্জন শোনা যেত ঠিকই কিন্তু এত দ্রুত যে তাঁরা বিয়ে করবেন তা আগে জানা যায়নি। হঠাৎ প্রকাশ্যে আসে তাদের বিয়ের কার্ড। আজ ১৫ ডিসেম্বর শুক্রবার সাত পাকে বাঁধা পড়বেন সৌরভ-দর্শনা। সকাল সকাল ভাইরাল হয়েছে গায়ে হলুদের ছবি। সৌরভের বাড়ির ছাদেই হল তাঁর গায়ে হলুদ। সাদা পাঞ্জাবিতে দেখা গিয়েছে সৌরভকে। গলায় সোনার চেন। চোখে গোল ফ্রেমের চশমা। মুখে দাড়ি। সকাল সকাল গায়ে হলুদ মাখলেন অভিনেতা।

Latest Videos

গতকাল খেয়েছিলেন আইবুড়ো ভাত। সেদিন সাবেকি কাজে দেখা যায় দর্শনাকে। লাল পেড়ে সাদা শাড়ি পরেছিলেন দর্শনা। গলায় সোনার চিক ও চেন। একেবারে চেনা ছকের বাইরে সাবেকি সাজে দেখা দেন অভিনেত্রী দর্শনা বনিক।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

 

আরও পড়ুন

Year Ender 2023: তারকাদের বিয়ে থেকে ছবি ঘিরে বিতর্ক, গোটা বছর ধরে বিনোদন দুনিয়ায় ঘটেছে নানান ঘটনা, রইল সেরা ১০ খবর

Shreyas Talpade: মারপিটের দৃশ্য শুট করার পরেই হার্ট অ্যাটাকে আক্রান্ত অভিনেতা শ্রেয়স তলপড়ে!

 

Share this article
click me!

Latest Videos

Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury
পুকুর থেকে যুবকের নিথর দেহ উদ্ধার! হাড়হিম করা দৃশ্য Rishra-এ! | Hooghly News Today
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
মোদী-মমতাকে একযোগে আক্রমণ অধীরের #shorts #adhirranjanchowdhury #mamatabanerjee #narendramodi
ঝোপের মধ্যে রাখা ব্যাগে তাজা...ঘাড় ধরে নিয়ে গেল বাসন্তী থানার পুলিশ | Basanti News | Bangla News