এনার প্রোডাকশনে টাকা বিনিয়োগ করেছেন কুন্তল, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তকে নিয়ে মুখ খুললেন নায়িকা

শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় বিতর্কের মধ্যে মুখ খুললেন এনা সাহা। টলিউডের অভিনেত্রী-প্রযোজক এনা সাহা কুন্তল ঘোষের ঠিক কতটা ঘনিষ্ঠ , তা নিয়ে জল্পনা তুঙ্গে।

শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। দুর্নীতি মামলায় আপাতত জেলবন্দি সদ্য প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘাঁটতেই টলি অভিনেতা বনি সেনগুপ্তর নাম উঠে এসেছে। ইতিমধ্যেই টলি অভিনেতা বনি সেনগুপ্ত ও কুন্তল ঘোষকে নিয়ে জোরকদমে চর্চা চলছে। মঙ্গলবার অর্থাৎ আজ ফের অভিনেতারে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেন হয়েছে বলেই দাবি করা হয়েছে। তবে শুধু বনি নয়, এই মামলায় একাধিক টলি তারকাদের নাম উঠে আসছে। ইডির নজরে ইতিমধ্যেই রয়েছেন বনি, জানা যাচ্ছে সেই তালিকায় রয়েছেন টলিপাড়ার আরও চার প্রথমসারির অভিনেত্রী।

টলি অভিনেতা বনি সেনগুপ্তর বান্ধবী কৌশানির নামও শোনা যাচ্ছে। এবার বিতর্কের মধ্যে মুখ খুললেন এনা সাহা। টলিউডের অভিনেত্রী-প্রযোজক এবার মুখ খুললেন নিয়োগ দুর্নীতি কান্ডে। কুন্তল ঘোষের ঠিক কতটা ঘনিষ্ঠ এনা সাহা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এনা জানান, আমি কুন্তল ঘোষকে চিনি। আমি ওঁনার সঙ্গে কাজও করেছি। তবে অভিযুক্ত কুন্তলের সঙ্গে ঠিক কীভাবে আলাপ হয়েছিল এনার সবটা জানার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। অভিনেত্রী বলেন, আমি একটা মিউজিক ভিডিও করেছিলাম, এছাড়া ওনার সঙ্গে একটা ইভেন্ট করেছিলাম। আমার সঙ্গে হাই-হ্যালোর সম্পর্ক কুন্তল ঘোষ। প্রসূন গাইন বলে একজনের পরিচালনায় আমি একটা মিউজিক ভিডিও করেছিলাম। সেই মিউজিক ভিডিওটা কুন্তল ঘোষের ইউটিউবে মুক্তি পেয়েছিল। আমার মনে হয়, কুন্তল ওই মিউজিক ভিডিওর প্রযোজক ছিল।

Latest Videos

 

 

কুন্তলকে নিয়ে প্রশ্ন উঠতেই এনা সাফ বলেন, আমার সঙ্গে কুন্তলের কোনও ব্যক্তিগত সম্পর্ক নেই। এবং উনি আমার ঘনিষ্ঠ নন। আমি মাত্র দুটো কাজ করেছি। কাজের সূত্রেই কুন্তলের সঙ্গে আলাপ হয়েছিল। আমার ওনাকে দেখে খারাপ কিছু মনে হয়নি। ওনার ব্যবহারও খুব ভাল। তবে যেহেতু ব্যক্তিগত ভাবে চিনিনি, তাই ওনার অভিপ্রায় জানা সম্ভব নয়। তবে টলিপাড়ার অনেকেই দাবি করছেন, এনার প্রোডাকশনে টাকা বিনিয়োগ করেছেন কুন্তল। যদিও সেকথা মানতে নারাজ এনা। এ প্রসঙ্গে এনা সাফ জানিয়েছেন, আমার কাছে সমস্ত কাগজপত্র আছে। সবাই যেমনভাবে ব্যবসা করে, আমিও করছি। যদি কেউ নাম পায়, তাহলে খুঁজে নিক। এবং আমি যদি বেআইনি কিছু করে থাকি, তার ফল আমায় ভুগতে হবে, এটা যেমন ঠিক কথা ,ঠিক তেমনই আমি যদি ঠিক হই তাহলে আমাকে কিছু ভোগ করতে হবে না। তবে নিজের ছবির ইনভেস্টারের নাম নেননি এনা। কিন্তু অভিনেত্রী এটা পরিস্কার জানিয়ে দিয়েছেন, কুন্তল ঘোষ কখনও আমার প্রযোজনা সংস্থায় বিনিয়োগ করেননি,এবং ওনার সঙ্গে আমার কোনও টাকা-পয়সার লেনদেন হয়নি।

 

Share this article
click me!

Latest Videos

'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Agnimitra Paul
জেলের ভিতর কতটা কষ্ট দেওয়া হচ্ছে চিন্ময় প্রভুকে? খোলসা করে সব বললেন Suvendu Adhikari
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা