Year Ending 2023: রইল চলতি বছরে মুক্তি পাওয়া সেরা ১০টি ওয়েব সিরিজের খোঁজ

সারা বছর ধরে মুক্তি পেয়েছে একাধিক সিরিজ। জেনে নিন ২০২৩ সালে মুক্তি পাওয়া কোন কোন ওয়েব সিরিজ স্থান পেয়েছে দর্শক মনে।

সারা বছর ধরে মুক্তি পেয়েছে একাধিক সিরিজ। জেনে নিন ২০২৩ সালে মুক্তি পাওয়া কোন কোন ওয়েব সিরিজ স্থান পেয়েছে দর্শক মনে।

ইন্দুবালার ভাতের হোটেল

Latest Videos

৮ মার্চ মুক্তি পায় ইন্দুবালার ভাতের হোটেল। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই সিরিজ দিয়ে ওটিটি-তে ডেবিউ করেন। হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই সিরিজ ব্যাপক হিট করেছিল।

আবার প্রলয়

চলতি বছরে ১১ অগস্ট মুক্তি পায় আবার প্রলয় সিজন ১। জি ৫-এ মুক্তি পেয়েছে সিরিজটি। আজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পাওয়া এই সিরিজ ব্যাপক সফল হয়েছিল। শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়কে দেখা যায় সিরিজে।

ডাকঘর

চলতি বছরে হইচই-এ মুক্তি পায় ডাকঘর। ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল এই বাংলা ওয়েব সিরিজ। দিতিপ্রিয়া রায়, সৌহত্র মুখোপাধ্যায় নজর কেড়েছিলেন দর্শকদের।

ইন্দু সিজন ২

চলতি বছরে মুক্তি পায় ইন্দু সিজন ২। হইচই-এ মুক্তি পেয়েছিল সিরিজটি। রহস্যে মোড়া এই সিরিজ নজর কাড়ে দর্শকদের। রহস্য ও থ্রিলার কাহিনি নিয়ে মুক্তি পায় সিরিজটি।

ফরজি

অ্যামানজ প্রাইমে মুক্তি পায় শাহিদ অভিনীত ফরজি। এই সিরিজটি ব্যাপক সাড়া ফেলেছিল।

গানস অ্যান্ড গুলাবস

নেটফ্লিক্সে মুক্তি পাওয়া গানস অ্যান্ড গুলাবস ব্যাপক সাড়া ফেলেছিল। রাজকুমার রাও এই সিরিজে নজর কেড়েছিলেন দর্শকদের।

দ্য নাইট ম্যানেজার ২

চলতি বছরে মুক্তি পায় দ্য নাইট ম্যানেজার সিজন ২। ব্যাপক হিট করেছিল সিরিজটি। অনিল কাপুর থেকে আদিত্য রায় কাপুরের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা।

অসুর ২

চলতি বছরে মুক্তি পায় অসুর ২। অসুর সিরিজের সাফল্যের পর আসে সিজন ২। জিও সিনেমায় মুক্তি পাওয়া এই সিরিজ ব্যাপক সাড়া ফেলেছিল।

রানা নাইডু

নেটফ্লিক্সে মুক্তি পায় হিন্দি সিরিজ রানা নাইডু। এই সিরিজও ব্যাপক সাড়া ফেলেছিল।

সাস বহু অউর ফ্লেমিঙ্গো

চলতি বছরে মে মাসে মুক্তি পায় সাস বহু অউর ফ্লেমিঙ্গো। ডিম্পল কাপাডিয়া, নাসিরুদ্দিন শা, রাধিকা মদন-সহ একাধিক তারকা নজর কাড়েন হিন্দি এই ওয়েব সিরিজে। ব্যাপক সাড়া ফেলেছিল সিরিজটি।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুধু শ্রেয়স নন, অল্প বয়সে হার্ট অ্যাটাকের আক্রান্ত হন এই পাঁচ তারকা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভারতকে এতটাও Underestimate করা ঠিক না' বাংলাদেশকে চরম হুঁশিয়ারি Mithun Chakraborty-র
রংরুটের জেরে মুখোমুখি যাত্রীবাহী বাস ও ডাম্পার! সংঘর্ষে কেঁপে উঠলো গোটা এলাকা | Nadia News Today
রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি