সংক্ষিপ্ত

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। শিল্পীর প্রয়াণে দুঃখ প্রকাশ করেছেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত সকলে। তেমনই দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শোকের ছায়া বিনোদন জগতে। প্রয়াত হলে বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল। হারিয়ে গেলেন গুপি বাঘার শেষ কুশীলব। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। শিল্পীর প্রয়াণে দুঃখ প্রকাশ করেছেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত সকলে। তেমনই দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রয়াত হলেন বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার অনুপ ঘোষাল। তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়কও ছিলেন। ২০১১ সালে উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হন শিল্পী। তাঁর প্রয়াণে শোকে ছায়া বিনোদন জগতের সঙ্গে রাজনৈতিক মহলে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় লেখেন, বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষালের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৮ বছর। নজরুলগীতি ছাড়াও তিনি বাংলা, হিন্দি সহ অন্যান্য ভাষায় চলচ্চিত্রে সংগীত পরিবেশন করেছেন।

সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন, হীরক রাজারে দেশের মতো ছবিতে গান গেয়েছেন। তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে শোনা যায়। সাগিনা মাহাতো চলচ্চিত্রের তিনি সঙ্গীত পরিচালক ছিলেন।

সারা জীবন একাধিক সম্মানে ভূষিত হন অনুপ ঘোষাল। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে নজরুল স্মৃতি পুরস্কার ও ২০১৩ সালে সংগীত মহাসম্মান প্রদান করেন।

সঙ্গীত পরিবারে জন্ম ও বেড়ে ওঠা বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষালের। বাবা অমূল্যচন্দ্র ঘোষাল এবং মা লাবণ্য ঘোষাল। মাকে দেখেই সংগীত জগতের প্রতি ভালোবাসা জন্মায় শিল্পীর। চার বছর বয়স থেকেই গান শেখা শুরু করেছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল। জানা যায়, অল ইন্ডিয়া রেডিওর শিশু মহল অনুষ্ঠানে গান গেয়েছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল। তিনি ঠুমরী, খেয়াল, ভজন, রাগ, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, দ্বিজেন্দ্রগীতি, রজনীকান্তের গান গাইতেন। সঙ্গে গাইতেন আধুনিক গান। এছাড়া লোক গানের দক্ষতা ছিল শিল্পীর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

আরও পড়ুন

শুধু শ্রেয়স নন, অল্প বয়সে হার্ট অ্যাটাকের আক্রান্ত হন এই পাঁচ তারকা

Saurav-Darshana Wedding: সাদা পাঞ্জাবি পরে হলুদ মাখলেন সৌরভ, শুরু হল বিয়ের অনুষ্ঠান