এই ছেলে ছোট থেকেই ভারী লক্ষ্মী। ছোট বয়সেই সুন্দর হাতের লেখার জন্য পুরস্কৃত। বরাবরেরই শান্ত,চুপচাপ। কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায় ছেলে উজান গঙ্গোপাধ্যায় রসগোল্লা ছবিতেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়েছিল। তারপর লক্ষ্মীছেলের হাত ধরে নিজের অভিনয়ের জাত আরও বেশি চিনিয়েছিল উজান। সেরা অভিনেতার তকমা ইতিমধ্যেই জুড়েছে উজানের মুকুটে।