শূণ্য হতে বসেছে ব্লাড ব্যাঙ্ক, রক্তদানের আর্জি জানালেন অজয়-হৃত্বিক-শাহিদ

Published : Apr 20, 2020, 06:49 PM ISTUpdated : Apr 20, 2020, 06:53 PM IST
শূণ্য হতে বসেছে ব্লাড ব্যাঙ্ক, রক্তদানের আর্জি জানালেন অজয়-হৃত্বিক-শাহিদ

সংক্ষিপ্ত

করোনা ঠেকাতে লকডাউন দেশ জুড়ে বন্ধ রয়েছে বিভিন্ন ক্ষেত্রের রক্তদান রক্ত দেওয়ার আবেদন জানাল বলিউড নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল বার্তা

দেশ জুড়ে চলছে লকডাউন। করোনা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন ডাক্তার-পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। এমন অবস্থায় একের পর এক হাসপাতাল হয়ে উঠছে করোনা হাসপাতাল। বন্ধ রয়েছে বেশ কিছু অসুখের পরিষেবাও। ডাক্তাররা আক্রান্ত, বন্ধ পরিবহন ব্যবস্থাও। এমন অবস্থায় শূণ্য হয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্যের ব্লাড ব্যাঙ্ক। বেশ কিছু জায়গায় পুলিশ এগিয়ে এসেছে সাহায্য করতে। 

আরও পড়ুন-বাংলার শ্রমিকদের পাশে টলিউডের 'বাদশা', আর্থিক সাহায্য দান অভিনেতার

 

 

তাই এবার লকডাউনে রক্তদানের আবেদন জানালেন তারকারা। হৃত্বিক রোশন, অজয় দেবগণ শাহিদ কাপুর সহ আরও তারকারা। জানালেন এমন সময় বেশ কিছু অসুস্থ মানুষ রয়েছেন, থ্যালাসেমিয়ার শিশুরা রয়েছে, যাঁদের প্রয়োজন রক্ত। এমন পরিস্থিতিতে দেশের সকলকে এগিয়ে আসতে হবে। নয় তো অনেকেই অসুস্থ হয়ে পড়বেন, পাবেন না প্রয়োজনে রক্ত। 

 

 

করোনার কোপ থেকে দেশকে বাঁচাতে হলে লকডাউন জরুরী। কিন্তু এমন পরিস্থিতিতে চালু রয়েছে দেশের জরুরী পরিষেবা। কিন্তু অনেকেই আছেন যাঁদের কাছে নূন্যতম পরিষেবাটুকু পৌঁচ্ছে দেওয়া যাচ্ছে না, রক্তের অভাবে মানুষ পুলিশের দ্বারস্থ হচ্ছেন। তাঁরা জোগার করে দিচ্ছেন রক্ত। কিন্তু এভাবে সমাধান খোঁজা সম্ভবপর নয়। তাই সংকটের সময় এগিয়ে আসতে হবে সকলকে।

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার