মঙ্গলবার দিনটি কাটতে পারে কঠিন ভাবে, সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা

Published : Apr 11, 2023, 10:53 AM IST
stress

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

গোটা দিন জুড়ে সকলের নানা পরিকল্পনা থাকে। অফিসের কাজ, বাড়ির কাজ থেকে শুরু করে থাকে নানান পরিকল্পনা। সেই অনুসারে কাজ না হলে বিপদ। তেমনই কোনও কোনও দিন থাকে গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজ ঠিক মতো সম্পন্ন না হলে বিপদ। কিন্তু, দিন কেমন কাটবে তা আগে থেকে বোধা কঠিন। ভাগ্য সব সময় আপনার সঙ্গে দেবে এমন নয়। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান অনুকূল না হলে যে কোনও কাজে সফল হওয়া কঠিন। হয়ে পারে ভুল। যে কারণে দেখা দিতে পারে অনুশোচনা। সে কারণে সকলেই দিনের শুরুতে নজর রাখেন জ্যোতিষ গণনার ওপর। গোটা দিন কেমন কাটবে তা জানা যায় গণনা দেখলে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ খিটখিটে মেজাজ বোধ করবেন। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কাজ জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন।

তুলা রাশি

২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি তুলা। আজকের দিনটি কঠিন হতে চলেছে তুলা রাশির জন্য। আজকে কঠিন বিপদের সম্মুখীন হতে পারেন। ধৈর্য ধরে চলুন। আজকে নানান সমস্যায় পড়তে পারেন। গোটা দিন কাটবে কঠিন বাবে। আজ মনে অহং আসতে দেবেন না। এতে পড়তে পারেন বিপদে।

মকর রাশি

২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে কারও জন্ম হলে তার রাশি মকর। আজকের দিনটি কঠিন হতে চলেছে মকর রাশির জন্য। আজ গ্রহের পরিবর্তনের ফলে আপনার নানান কাজে আজ আসবে বাধা। আজ কোনও নতুন সিদ্ধান্ত নেবেন না। এতে সমস্যা তৈরি হতে পারে। দিন কাটবে কঠিন ভাবে। সতর্ক না হলে তৈরি হবে নানা বিপদ।

কুম্ভ রাশি

২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি-র মধ্যে কারও জন্ম হলে তার রাশি কুম্ভ। আজ কুম্ভ রাশির জন্য কঠিন দিন। গোটা দিন কাটান সতর্ক ভাবে। আজ কারও সঙ্গে বিবাদ করবেন না। নিজের মত পোষণের আগে ভাবনা চিন্তার প্রয়োজন। মেনে চলুন শাস্ত্র মত। এতে মিলবে উপকার। সতর্ক থাকবে মুক্তি পেতে পারেন বিপদ থেকে।

 

আরও পড়ুন

১১ এপ্রিল এই রাশিগুলির মনের মত আর্থলাভ হবে, দেখে নিন মঙ্গলবারের আর্থিক রাশিফল

এপ্রিল মাসে বৃশ্চিক রাশির পারিবারিক জীবন শান্তিময় ও পারস্পরিক ভালবাসা বৃদ্ধি পাবে, জেনে নিন এই মাসে কেমন প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির উপর

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিন, রইল জ্যোতিষ গণনা

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য