বললেন, কাশ্মীরে চলচ্চিত্র নীতির পরিবর্তনের কারণে সেখানে আবার ছবি তৈরি হচ্ছে। পাঁচ-সাত বছর ধরে যে সংযোগ বিচ্ছিন্ন ছিল তা পুনরুদ্ধার করা হচ্ছে।
‘বজরঙ্গী ভাইজান’ ছবির ক্যামিও চরিত্রে মীর সরওয়ার নজর কেড়েছিলেন সকলের। তেমনই ফ্যান্টম, দিশুম, জলি এলএলবি ২, জাগ্গা জাসপস, ইত্তেফাক, কাশ্মীর ডেইলি, লক্ষ্মী থেকে মিশন মজনুর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। শুরু বলিউড নয়। সঙ্গে কাজ করেছেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও।
সদ্য ‘গদর ২’-ছবির এক বিশেষ চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা মীল সারওয়ার। সদ্য ভাইরাল তাঁর এক সাক্ষাৎকার। আওয়াজ দ্য ভয়েস.ইন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কাশ্মীরের শিল্পীরা খুবই প্রতিভাবান। তাদের এমন গুণ ও দক্ষতা আছে যা তারা সুযোগ পেলেই প্রদর্শন করবে।’ তিনি আরও বলেন, ‘যতদূর মনে পড়ে, আমি নব্বই দশকের কিছু সময় কাশ্মীরের শুটিং করছিলাম। ৯৭ সালের পর আবার ছবির কাজ হয়।’ তিনি বলেন, ‘সেখানে মাত্র কয়টি ছবির কাজ হয়েছে। তালিকায় আছে বজরঙ্গী ভাইজান, রকস্টার, ফিতুর। কাশ্মীরে চলচ্চিত্র নীতির পরিবর্তনের কারণে সেখানে আবার ছবি তৈরি হচ্ছে। পাঁচ-সাত বছর ধরে যে সংযোগ বিচ্ছিন্ন ছিল তা পুনরুদ্ধার করা হচ্ছে। ফলে বলিউড পরিচালকেরা সেখানে ছবির কাজ করার কথা ভাবছেন।’
অভিনেতা দাবি করেন, কাশ্মীরের লোকেশনে শ্যুট হওয়া অনেক গান হিট করেছিল। তালিকায় আছে শাম্মী কাপুরের ‘ইয়াহু, চাহে কই মুঝে জঙ্গলি কহে’। রাজেশ খান্না ও মুমতাজের ‘জয় জয় শিব শঙ্কর’। অমিতাভ বচ্চনের ‘ইয়ে কাশ্মীর হ্যায়’।
তিনি আরও বলেন, ‘কাশ্মীরে ছবি তৈরি হলে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে সেখানের লোকেদের।’ তাঁর মতে, ‘চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়। এটি জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে।’
তাই মীর সারওয়ার মনে করেন, ‘প্রতিটি বিষয় নিয়ে সিনেমা বানানো উচিত।’ তিনি বলেছেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কাশ্মীরের সম্পর্ক অনেক পুরনো। সরকারের নতুন চলচ্চিত্র নীতি উপত্যকায় চলচ্চিত্র শ্যুটিং-র পথ প্রশস্ত করেছে।’ দীর্ঘদিন পর কাশ্মীরে সিনেমাহল চালু হওযার প্রসঙ্গেও মন্তব্য করেছেন মীর।
কাশ্মীকে নির্মিত চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, ‘দূরদর্শন অনেক ছবি পরিচালনা করেছেন। আমাদের দল ২০১৮ সালে কাশ্মীর ডেইলি ছবিও তৈরি করেছিল। পরিচালক ছিলেন হোসেন খান। আমি প্রযোজক ছিলাম ও প্রধান চরিত্রে অভিনয় করি। যা প্রেক্ষাগৃহ ও ওটিটি-তে মুক্তি পায়।’ এভাবে কাশ্মীরে ছবির শ্যুটিং করার বিষয়কে উৎসাহিত করেন অভিনেতা। সঙ্গে জানান, সব ধরনের চরিত্রে কাজ করতে চান তিনি। প্রতিষ্ঠিত হতে চান বহুমুখী অভিনেতা হিসেবে।
আরও পড়ুন
Gadar 2: অষ্টম দিনে পা দিল ৩০০ কোটির ঘরে, দেখে নিন মোট কত আয় করল ‘গদর ২’
'ফাঁকিবাজি ছ্যার একদম ডিসলাইক করেন' 'আবার প্রলয়' অন্য চরিত্রে সোহিনী সেনগুপ্ত
Must Watch-র তালিকায় রাখুন এই পাঁচটি বাংলা ওয়েব সিরিজ, দেখে নিন এক ঝলকে