'ফাঁকিবাজি ছ্যার একদম ডিসলাইক করেন' 'আবার প্রলয়' অন্য চরিত্রে সোহিনী সেনগুপ্ত

'আবার প্রলয়' নিয়ে একান্ত সাক্ষাৎকারে সোহিনী সেনগুপ্ত। 'এখানে 'প্রলয়' অনিমেষ দত্ত। সম্পূর্ণ ভিন্ন রুপে এই ছবিতে আমি অভিনয় করেছি। চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে ভালোবাসি। পর্যবেক্ষণ, পড়াশুনা করে নতুন চরিত্রের জন্য প্রস্তুত থাকি।'

Share this Video

'আবার প্রলয়' নিয়ে একান্ত সাক্ষাৎকারে সোহিনী সেনগুপ্ত। 'এখানে 'প্রলয়' অনিমেষ দত্ত। সম্পূর্ণ ভিন্ন রুপে এই ছবিতে আমি অভিনয় করেছি। চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে ভালোবাসি। পর্যবেক্ষণ, পড়াশুনা করে নতুন চরিত্রের জন্য প্রস্তুত থাকি। রণবীর সিং এর সঙ্গে টোটার অভিনয় নজরকাড়া। সেটে রাজ চক্রবর্তীর এনার্জি চোখে পড়ার মতো। রাজ চক্রবর্তীর ছবির গানে প্রচুর নেচেছি।'

Related Video