সংক্ষিপ্ত
বৃহস্পতি বার অর্থাৎ সপ্তম দিনেরও ছবির আয় নজর কাড়ল সকলের। ২২ কোটি আয় করল সপ্তম দিনে।
ছবি মুক্তি পেয়েছে ১১ অগস্ট। পার হল এক সপ্তাহ। আর মাত্র এক সপ্তাহেই ২৫০ কোটির ঘরে পা দিয়েছে ‘গদর ২’। পঞ্চম দিনেই ছবিটি পা রেখেছে ২০০ কোটির ঘরে। মাত্র পাঁচ দিনে ছবির আয় গড়ল রেকর্ড। আর মাত্র ছয় দিনে ২৫০ কোটির ঘরে পা রাখল গদর ২। বুধবার ২৫০ কোটির ঘরে পা রাখল গদর ২। এরপর বৃহস্পতি বার অর্থাৎ সপ্তম দিনেরও ছবির আয় নজর কাড়ল সকলের। ২২ কোটি আয় করল সপ্তম দিনে।
প্রথম দুদিন অর্থাৎ ওপেনিং ডে ও শনিবার মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। সব মিলিয়ে প্রথম সপ্তাহের শেষেই আয় দাঁড়ায় ১৩২ থেকে ১৩৪ কোটিতে। শনিবার তো ভালো আয় হয়েই ছিল। তারপর রবিরার আয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। রিপোর্ট অনুসারে, প্রথম রবিবার আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি। তারপর সোমবার এই ছবির আয় হল ৩০ কোটি। মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা। পাঁচ দিনে ছবিটি ব্যবসা করেছিল ২২৮.৯৮ কোটি। তারপর বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। এবার ছবির আয় হল ২৬২ কোটি। তারপর দিন অর্থাৎ বৃহস্পতিবার ২২ কোটি আয় করল গদর ২।
২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে। সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি। ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি সে সময় আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হল গদর ২। এই সিক্যুয়েল ছবির শুরুতেই বলা হয়েছে ‘গদর এক প্রেম কথা’ ছবির কাহিনি। এই ছবির কাহিনি যেখানে শেষ হয়েছিল সেখানে শুরু হয়েছে ‘গদর ২’ ছবির কাহিনি। ছবিতে সানি দেওল ও আমিশা প্যাটেলকে তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠেছে। ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন। সে যাই হোক, ফের এই ছবি এল খবরে। এবার সপ্তম দিনের আয় গড়ল রেকর্ড।
আরও পড়ুন
Gadar 2: প্রেক্ষাগৃহের বাইরে বোমা বিস্ফোরণ, গদর ২ ছবি ঘিরে অশান্তি তুঙ্গে
Tiger 3: ক্রিস্টোফার নোলানের সঙ্গে বিশেষ যোগসূত্র, এক বিস্তর চমক নিয়ে আসছে ভাইজানের ‘টাইগার ৩’
Srijit Mukerjee: ফের অসুস্থ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, বন্ধ হল ছবির কাজ