সে কারণে কমেডি ছবি, রোম্যান্টিক ছবি থেকে শুরু করে অ্যাকশন থ্রিলার ছবিতেও দেখা গিয়েছে রকুলকে। সব ছবিতে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে সামান্য পিছ পা হন না রকুল প্রীত সিং। আর ভাগ্যের জোড়ে ও অভিনয় দক্ষতা বলে তাঁর অভিনীত অধিকাংশ ছবিই সাফল্য পেয়েছে বক্স অফিসে।