অক্ষয় কুমার মানেই হিটের ফর্মুলা, কিন্তু একটি আগে তাকালেই দেখা যাবে শেষের দুটো ছবিই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে, পুরোনো জায়গায় ফিরে যেতে বদ্ধপরিকর অভিনেতা। এবার মাত্র ৩ মিনিটে 'সেলফি' তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন অক্ষয় কুমার।
অ্যাকশন হিরো বলতেই একটাই নাম মাথায় আসে, তিনি হলেন অক্ষয় কুমার। বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক আইকন অক্ষয় কুমার। যিনি মার্শাল আটে পারদর্শী এবং ক্যারাটেতেও ব্ল্যাকবেল্ট রয়েছে। সর্বদাই শিরোনামে থাকেন অভিনেতা। এবার 'সেলফি' ঝড় তুলতে আসছেন অক্ষয় কুমার।
213
অক্ষয় কুমারের আপকামিং ছবি ‘সেলফি’ নিয়ে ইতিমধ্যেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। কারণ শেষ দুটো ছবিই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে,পুরোনো জায়গায় ফিরে যেতে বদ্ধপরিকর অভিনেতা। ছবিতে অক্ষয় কুমারের সঙ্গ ইমরান হাসমিকে দেখা যাবে।
313
ছবির প্রোমোশন চলছে জোরকদমে। সম্প্রতি ছবির প্রোমোশনে কমলা রঙের ট্র্যাক প্যান্ট ও কমলা রঙের হুডি পরে নজর কেড়েছেন অক্ষয় কুমার। ছবি ভাইরাল হতেই লাইক ও কমেন্টে ভরে গিয়েছে।
413
কখন তিনি নাচছেন, তো কখনও আবার ব্যস্ত হয়ে পড়েছেন ছবি তুলতে। একাধিক সেলফিতে ক্লিক করেই চলেছেন বলিউডের খিলাড়ি। ছবির ট্রেলারও বেশ মনে ধরেছে ভক্তদের। প্রতিটি ছবি ভাইরাল নেটদুনিয়ায়।
513
ছবিতেও যেমন চমক রয়েছে, তেমনই ছবির প্রোমোশনেও চমক দিচ্ছেন তারকারা। কখনও সকাল সকাল মুম্বইয়ের মেট্রোয় চড়ে যাত্রীদের সারপ্রাইজ দিচ্ছেন তো কখনও আবার ট্রেনে চড়ছেন। মুখে মাস্ক পরে একের পর এক চমক দিয়েই চলেছেন।
613
ছবির প্রচার প্রচন্ড ব্যস্ত রয়েছেন অক্ষয় কুমার। এর মধ্যেই বুধবার মুম্বইতে ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময় তিন মিনিটে তোলা সর্বাধিক সেলফির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।
713
মাত্র তিন মিনিটে ১৮৪ টি সেলফির তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব জয় করেছেন বলিউডের আক্কি। অভিনেতার এই জয়ের জন্য শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
813
ছবির প্রচারের জন্য মুম্বইয়ের কলেজে হাজির হয়েও সেলফি ঝড় তুলেছেন অক্ষয় কুমার। এই ছবি দিয়ে নিজের জায়গা ফিরে পেতে চাইছেন। কারণ লাস্ট কোনও ছবিই হিটের মুখ দেখেনি অক্ষয়ের।
913
ছবির জনপ্রিয় গান ম্যায় খিলাড়ি তু আনাড়ি ইতিমধ্যেই সুপারহিট। বিখ্যাত গানের সিগনেচার স্টেপে ভক্তদের সঙ্গে পা মিলিয়েছেন অক্ষয় কুমার। এই গানেই নব্বইয়ের দশকের নস্টালজজিয়া মুহূর্তে ফিরিয়ে দিয়েছেন ইমরান ও অক্ষয়।
1013
নিজের প্রিয় অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন ইমরান হাসমি। এছাড়াও ছবিতে নুসরত ভরুচা ও ডায়না পেন্টিকে দেখা যাবে। একটি গানে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন ম্রুণাল ঠাকুর।
1113
ছবি ট্রেলার এবং ধামাকাদার প্রোমোশনে দর্শকদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে।
1213
ছবিটি মালায়লম ছবি ড্রাইভিং লাইসেন্স-এর হিন্দি রিমেক। মালায়লম ছবিতে পৃথ্বীরাজ ও সুরজকে দেখা গিয়েছিল। সেই ছবির হিন্দি রিমেকে অভিনয় করবেন অক্ষয় কুমার, ইমরান হাসমি।
1313
ওয়ার্কফ্রন্টের কথা বললে,সেলফি ছবির পর অক্ষয় কুমারকে বড় মিঞা ছোটে মিঞা ছবিতে টাইগার শ্রফের সঙ্গে দেখা যাবে। এবং ইমরান হাসমিকে টাইগার থ্রি ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে।