‘সে আমার বাড়ি’- সিডের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট কিয়ারা, দেখে নিন বরকে নিয়ে কী বললেন নায়িকা

বললেন, ‘আমার বর আমার প্রিয় বন্ধু। সে আবার সব। আবার বাড়ি সে। তাই পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সঙ্গে সে থাকলে সেটাই আমাদের বাড়ি হয়ে যায়।’

ফের খবরে সিড কিয়ারা। তবে, এবার কোনও বিদেশ ট্যুর বা কোনও ছবির কাজ নয়। বরং, এক সহজ স্বীকারোক্তি করে খবরে এলেন কিয়ারা। সদ্য ভাইরাল হয়েছে কিয়ারার সাক্ষাৎকারের এক ছোট্ট ক্লিপিংক্স। যেখানে নিজের বর অর্থাৎ সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে এক মিষ্টি কথা বলতে দেখা গেল কিয়ারাকে। তাঁকে বলতে শোনা গেল, ‘আমার বর আমার প্রিয় বন্ধু। সে আবার সব। আবার বাড়ি সে। তাই পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সঙ্গে সে থাকলে সেটাই আমাদের বাড়ি হয়ে যায়।’

বলিউডের রিয়ের লাইফ কাপেলদের মধ্যে সিড-কিয়ারা অনেকেই পছন্দের। তাঁরে মিষ্টি সম্পর্ক সকলের নজর কাড়ে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন সিড-কিয়ারা। তারপর থেকে প্রায়শই একসঙ্গে দেখা মেলে। কখনও কিয়ারাকে শ্যুটিং সেট থেকে আনতে গাড়ি নিয়ে হাজির হন সিড। তো কখনও প্রকাশ্যে আসে তাঁদের ভ্যাকেশনের ছবি।

Latest Videos

কদিন আগে ৩১-এ পা দিলেন কিয়ারা আডবানি। স্ত্রীর জন্মদিন পালন করতে তাঁকে নিয়ে আগেই বিদেশ পাড়ি দিয়েছেন সিদ্ধার্থ। এয়ারপোর্টে দেখা গিয়েছিল তাঁদের। তারপর ভাইরাল হয়েছে তাঁদের ছবি। কিয়ারা নিজেই পোস্ট করেন একগুচ্ছ ছবি। যেখানে দেখা যায় সমুদ্র স্নানে ব্যস্ত দুই তারকা। ছবিগুলোতে পিছন থেকে দেখা যাচ্ছে কিয়ারা ও সিদ্ধার্থকে। দুজনের সমুদ্র ড্রাইভ মারার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে। আবার কোনও ছবিতে সমুদ্র ড্রাইভ মারার ছবি তো কোনওটায় জলের মধ্যে দেখা যাচ্ছে তাঁদের। ছবিতে দেখা যাচ্ছে কিয়ারা পরেছেন কালো রঙের মনোকিনি। এই পোশাকে বেশ হট লাগছে তাঁকে। খোলা চুল তাঁর। তেমনই সিদ্ধার্থ পরেছেন লাল রঙের হাফ প্যান্ড। দুজনে জলের মধ্যে যে জমিয়ে আনন্দ করেছেন তা আলাদা করে বলার কিছু নেই। তাঁদের এমন সুমদ্র স্নানের ভিডিও শেয়ার করেছিলেন কিয়ারা। সেখানে ক্যাপশনে লেখেন, হ্যাপি বার্থডে টু মি। প্লেসড, গ্রেটফুল প্রতিটি দিনের জন্য। যত ভালোবাসা পেয়েছি তাঁর জন্য।

এদিকে কদিন আগে মুক্তি পেয়েছে ‘সত্যপ্রেম কি কথা’। কিয়ারা ও কার্তিকের প্রেম নিয়ে মুক্তি পেয়েছে ছবিটি। ‘সত্য প্রেম কি কথা’ ছবিটিও একটি রোম্যান্টিক মুভিছবি পরিচালনা করেছেন সমীর বিধ্বংস। ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানি, সুপ্রিয়া পাঠক, গজরাজ রাও, শিখা তালসানিয়া, ঋতু শিবপুরী, কৌশিক মাহাতো এবং সিদ্ধার্থ রানদেরিয়া- সহ আরও অনেকে।

 

আরও পড়ুন

Don 3: থাকছেন না শাহরুখ, ছবি নিয়ে বড় ঘোষণা ফারহানের, প্রকাশ্যে নতুন ভিডিও

মুক্তির আগেই মুম্বইতে হয়ে গেল OMG ২-এর বিশেষ স্ক্রিনিং, হাজির ছিলেন অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠী-ইয়ামি গৌতম

২০০ কোটির ঘরে পা রাখল ‘রকি অউর রাকি কি প্রেম কাহিনি’, বিশেষ বার্তা করণের

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar