সংক্ষিপ্ত
স্বাধীনতা দিবসের দিন দেখতে পারেন এই পাঁচটি ছবির মধ্যে একটি। দেশাত্মবোধক এই সকল এক সময় ব্যাপক সফল হয়েছিল। OTT প্ল্যাটফর্মে উপলব্ধ এই সকল বলিউড ছবি।
আর কদিন পরই স্বাধীনতা দিবস। জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়ের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ১৫ অগস্ট ১৯৪৭ সালে ২০০ বছরেরও বেশি ব্রিটিশ শাসনের সমাপ্তি হয়। দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। অনেকে অনেক মানুষ প্রাণ হারায় এবং ১ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষ বাস্তুহারা হন। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ভগত সিং, চন্দ্র শেখর আজাদ, সুভাষ চন্দ্র বসু সহ আরও অনেক নেতা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিশেষ ভূমিকা পালন করেছিলেন। ইতিহাসের সেই সকল কঠিন দিন নিয়ে তৈরি হয়েছে একাধিক বলিউড ছবি। আর রইল পাঁচটি দেশাত্ববোধক ছবির কথা, OTT প্ল্যাটফর্মে উপলব্ধ এই সকল ছবি।
রাজি
অ্যামাজন প্রাইম ভিডিও-তে উপলব্ধ রাজি। আলিয়া ভাট, ভিকি কৌশলের মতো তারকার অভিনয় করেছিলেন এই ছবিতে। এই ছবিটি আজও হিট বলিউড ছবির তালিকায় আছে। দেশকে রক্ষা করতে একটি মেয়ে কীভাবে নিজের জীবন বাজি রাখতে পারে তা নিয়ে তৈরি এই ছবি।
উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক
জি ৫ ওটিটি-তে দেখা যাবে উরি- দ্য সার্জিকাল স্টাইক ছবিটি। ২০১৬ সালে হওয়া সার্জিকাল স্ট্রাইক নিয়ে তৈরি এই ছবি। ছবির কেন্দ্রে ছিল এক বিশেষ কাহিনি। ভিকি কৌশল অভিনয় করেছিলেন ছবির প্রধান চরিত্রে।
শেরশাহ
কারগিল অ্যাটাকের কাহিনি উঠে এসেছিল ছবিতে। শেরশাহ ছবির প্রধান চরিত্রে দেখা যায় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানিকে। ১৯৯৯ সালের এক কঠিন সত্য উঠে এসেছিল ছবিতে।
রং দে বসন্তি
নেটফ্লিক্সে দেখতে পাবেন রং দে বসন্তি। ছবিটি আজও সেরা বলিউড ছবির তালিকায় আছে। আমির খান, সিদ্ধান্ত, সোহা আলি খান, শরমন জোশি, আর মাধবন, কুনাল কাপুর ছিল ছবির প্রধান চরিত্রে। ওম প্রকাশ মেহরা পরিচালনা করেছিলেন ছবিটি।
চক দে ইন্ডিয়া
অ্যামাজন প্রাইমে উপলব্ধ চক দে ইন্ডিয়া। ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শাহরুখ খান। ছবির কেন্দ্রে ছিল ভারতীয় মহিলা হকি টিমের কাহিনি। জীবনের নানান প্রতি বন্ধকতা সত্ত্বেও কীভাবে মেয়েরা এই খেলা চালিয়ে গিয়েছে তা উঠে এসেছে এই ছবিতে।
স্বাধীনতা দিবসের দিন দেখতে পারেন এই পাঁচটি ছবির মধ্যে একটি। দেশাত্মবোধক এই সকল এক সময় ব্যাপক সফল হয়েছিল। OTT প্ল্যাটফর্মে উপলব্ধ এই সকল বলিউড ছবি। একেবারে ভিন্ন গল্প নিয়ে মুক্তি পেয়েছিল ছবিগুলো।
আরও পডুন
Gadar 2: ওপেনিং ডে-তেই বিক্রি প্রায় ৭৬,০০০-র বেশি টিকিট, মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘গদর ২’
Disha Patani: দিশার নতুন সম্পর্কের খবরে সরগরম বলিউড, দেখে নিন কে মন জয় করল নায়িকার
Kartik Aaryan: বায়োপিকে মন দিলেন কার্তিক, দেখা দেবেন ক্রীড়াব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকরের চরিত্রে