OMG 2: সেন্সর বোর্ডে মিলল না ছাড়পত্র, রিভিশন কমিটির কাছে ছবি নিয়ে যাওয়ার নির্দেশ, বিপাকে ‘OMG 2’

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ার কারণে আপাতত স্থগিত হল ‘OMG 2’ মুক্তি। তেমনই অনেকে বলছেন, সেন্সের বোর্ড থেকে ছবিটি রিভিশন কমিটির কাছে নিয়ে যাওয়া হয়েছে।

সদ্য প্রকাশ্যে এসেছে ‘OMG 2’ ছবির টিজার। ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল বহুদিন ধরে। কারণে এটি ‘OMG’ ছবির সিক্যুয়েল।OMG ছবি মুক্তির প্রায় ১১ বছর পর আসছে সিক্যুয়েল ছবি। OMG মুক্তি পেয়েছিল ২০১২ সালে। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি। সেই সাফল্যের রেশ ধরে আসছে সিক্যুয়েল। OMG ছবিতে কৃষ্ণের অবতারে দেখা গিয়েছিল অক্ষয়কে। এবার তিনি দেখা দেবেন শিবের অবতারে। এটি নিয়ে দর্শকদের আশা রয়েছে তুঙ্গে। তবে, অনেকেই মনে করছেন সেই আশা পূরণে ব্যর্থ হবেন অক্ষয়।

কারণে মুক্তি নাকি স্থগিত হয়েছে ‘OMG 2’ ছবির। শোনা যাচ্ছে, সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি ‘OMG 2’ ছবিটি। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ার কারণে আপাতত স্থগিত হল ‘OMG 2’ মুক্তি। তেমনই অনেকে বলছেন, সেন্সের বোর্ড থেকে ছবিটি রিভিশন কমিটির কাছে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ১১ আগস্ট ছবি মুক্তির কথা ছিল।

Latest Videos

তবে, ছবির টিমের পক্ষ থেকে এই বিষয় এখনও নিশ্চিত করা হয়নি। এদিকে অনেকের দাবি, এই ছবিতে শিবের অবতারে দেখা যাবে অক্ষয়কে। সে কারণে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে সমস্যায় পড়েছে। সদ্য মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’ ছবিতে রামের চরিত্রে দেখা গিয়েছিল প্রভাসকে। ছবিতে সীতার চরিত্রে অভিনয় করেন কৃতি শ্যানন। তেমনই রাবণের চরিত্রে দেখা গিয়েছিল সইফ আলি খানকে। এই ছবি সেনন্সার বোর্ডের ছাড়পত্র পেলেও পরে বিস্তর বিতর্ক হয়। ছবির দৃশ্য থেকে সংলাপ সব নিয়ে বিতর্ক হয়। প্রশ্নের মুখে পড়ে সেন্সর বোর্ডের ভূমিকা। এত গাফিলতি থাকার পর কীভাবে ছবিটি ছাড়পত্র পেল তা নিয়ে ওঠে প্রশ্ন। অনেকেরই ধারণা এর পর থেকে নড়েচড়ে বসেছে সেন্সর বোর্ড। আর সে কারণে মুক্তিতে বাধা পেল ‘OMG 2’।

যেহেতু ভগবান শিবের চরিত্রটি গল্পের কেন্দ্রবিন্দু. তাই ছবি ঘিরে বিতর্ক হতে পারে। আঘাত আসতে পারে হিন্দু ভাবাবেগে। সে কারণে বাধা পেল ‘OMG 2’ মুক্তি। তবে, এখনও এই প্রসঙ্গে নিশ্চিত কিছু জানা যায়নি। অনেকে বিষয়টি গুজব বলে আখ্যা দিয়েছেন। সে যাই হোক, সময়ের সঙ্গে জানা যাবে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল নাকি নয়। আবার কেউ কেউ বলছেন ছবিটি রিভিশন কমিটির কাছে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন

সলমন থেকে শাহরুখদের রক্ষা করাই এদের কাজ, বলিউডের ৮ বডিগার্ডের মাইনে

Jawan: ‘জওয়ান’ ছবির প্রিভিউ ভিডিও গড়ল রেকর্ড, ১০০ মিলিয়নেরও বেশি ভিউ পেল ভিডিওটি

আদা শর্মা, শ্রুতি হাসান থেকে রাখি সাওয়ান্ত, দেখুন আপনার পছন্দের তারকাকে বলিউড মশালায়

 

Share this article
click me!

Latest Videos

রাতের অন্ধকারে পুলিশের চরম তাণ্ডব! রক্ষকই মহিলার সঙ্গে এইরকম করবে ভাবেনি কেউ | North 24 Parganas
জমি নিয়ে চরম বিবাদ! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন, চাঞ্চল্য Canning-এর Basanti-তে, দেখুন
Dilip Ghosh : '৫০০ টাকা দিয়ে মানুষের জীবন কিনে নিয়েছেন নাকী?', স্যালাইন কাণ্ডে মমতাকে প্রশ্ন দিলীপের
'সেদিন নাটক করেছিল মুখ্যমন্ত্রী, একজনের শাস্তি চেয়েছিলেন!' বিস্ফোরক অধীর | Adhir Chowdhury | RG Kar
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning