জেনে নিন রামায়ণের কাহিনির ওপর ভিত্তি করে কোন কোন ছবি ও টিভি সিরিয়াল তৈরি হয়েছে, রইল তালিকা

আজ রইল সাতটি ছবি ও টিভি সিরিয়ালের কথা। যা রামায়ণের কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত।

খবরের শিরোনামে অযোধ্যার রাম মন্দির। শীঘ্রই হবে এই ঐতিহ্যশালী মন্দিরের উদ্বোধন। রামের কাহিনি নিয়ে বরাবর আগ্রহী থাকেন সকল সাধারণ মানুষ। এই কারণে এই কাহিনি একাধিকবার উঠে এসেছে টিভির পর্দায়। সিনেমা থেকে টেলিভিশন শো- তৈরি হয়েছে অনেক কিছুই। আজ রইল সাতটি ছবি ও টিভি সিরিয়ালের কথা। যা রামায়ণের কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত।

রামানন্দ সাগরের রামায়ণ

Latest Videos

১৯৮৭ এবং ১৯৮৮ সাল নাগাদ প্রচারিত হত রামানন্দ সাগরের রামায়ণ। সিরিয়ালটি বেশ খ্যাত হয়েছিল। অরুণ গোভলি, দীপিকা চিখালিয়া, সুনীল লাহরি, অরবিন্দ ত্রিবেদী, দারা সিং-কে দেখা গিয়েছিল এই সিরিয়ালে।

রামায়ণ- দ্য লেজেন্ড দি প্রিন্স রাম

১৯৯৩ সালে প্রচারিত হয় রামায়ণ- দ্য লেজেন্ড দি প্রিন্স রাম। রায়েল পদ্মসী, উদয় মাথান, মিশাল ভার্মা, নোয়েল গডিন কাজ করেন এই অ্যানিমেটেড ছবিতে।

রাবণ

২০১০ সালে মুক্তি পায় রাবণ। অভিষেক বচ্চন, বিক্রম, ঐশ্বর্য ও গোবিন্দা অভিনীত রাবণ ছবিটি বেশ সফল হয়েছিল। রামায়ণের কাহিনির বিশেষ ছোঁয়া আছে ছবিতে।

হনুমান

২০০৫ সালে মুক্তি পায় হনুমান। এই অ্যানিমেটেড ছবিতে উঠে এসেছিল রামায়নের কাহিনি।

বাহুবলি সিরিজ

বাহুবলি সিরিজ ও রামায়ণ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়। ছবির সাফল্যের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

আরআরআর

আরআরআর ছবিতে এক বিশেষ দৃশ্যে রামায়ণের কাহিনির ঝলক মেলে। দক্ষিণী এই ছবি একাধিক ভাষায় মুক্তি পায়। 

আদিপুরুষ

২০২৩ সালে মাঝামাঝি সময় মুক্তি পাওয়া সব থেকে বিতর্কীত ছবি আদিপুরুষ। যে ছবির কাহিনি রামায়ণ দ্বারা অনুপ্রাণিত বলে দাবি করেছিলেন পরিচালক। একাধিক ভাষায় মুক্তি পায় ছবিটি। ছবির বিরুদ্ধে একাধিক মামলা হয়। কারণ অনেকে দাবি করেন, রামায়ণের কাহিনি বিকৃত করে দেখানো হয়েছে ছবিতে।  প্রভাস, কৃতি শ্যাননের মতো তারকাদের দেখা গিয়েছিল ছবিতে। 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

Sunny Leone: সহজে কথা বলতে পারবেন সানি লিওনির সঙ্গে, ভিডিও করাও সম্ভব নায়িকার সঙ্গে, জেনে নিন কীভাবে

Isha Deol : ১২ বছরের সংসারে ইতি, ডিভোর্সের পথে এষা দেওল ও ভরত তখতানি

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury