Sunny Leone: সহজে কথা বলতে পারবেন সানি লিওনির সঙ্গে, ভিডিও কল করাও সম্ভব নায়িকার সঙ্গে, জেনে নিন কীভাবে

সদ্য সানি লিওনি এআই ক্লোনের উদ্বোধন করেছেন। ১৬ জানুয়ারি হয়েছে এই উদ্বোধন। এর দ্বারা সহজে যোগাযোগ করা যাবে নায়িকার সঙ্গে।

ফের খবরে বলিউড সানি লিওনি। তবে কোনও ছবির কাজ নয়। কিংবা কোনও ফোটোশ্যুটের জন্য তিনি খবরে এলেন এমন ভাবনে না। বরং, এক বিশেষ কারণে খবরে এলেন সানি লিওনি। এবার থেকে মোবাইলে চ্যাটিং থেকে ভিডিও কল করা যাবে সানি লিওনিকে। সদ্য সানি লিওনি এআই ক্লোনের উদ্বোধন করেছেন। ১৬ জানুয়ারি হয়েছে এই উদ্বোধন। এর দ্বারা সহজে যোগাযোগ করা যাবে নায়িকার সঙ্গে।

কামোটো ডট এআই সংস্থার মাধ্যমে এই ক্লোনিং করা যাবে। এটি মূলত এমন এক প্ল্যাটফর্ম যারা বিভিন্ন এআই ক্যারেকটার নিয়ে কাজ করে। সানির এই ক্লোনটিও বহু প্রশিক্ষণ এবং কন্ঠস্বর আত্তীকরণের মাধ্যনে বানানো হয়েছে। সানির সঙ্গে এই কামোটো এআইয়ের মার্চেন্ডাইস প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই যে কেউ সানির ক্লোনের সঙ্গে চ্যাট ও ভিডিও কলে কথা বলতে পারেন। তবে কেউ চাইলে সানি এলিট ক্লাবের সদস্যপদও নিতে পারেন। আর কিছু সৌভাগ্যবান অনুরাগী সানির সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগও পাবেন।

Latest Videos

বলিউড সানি লিওনি বলেন, ‘আমার এআই ক্লোনে উদ্বোধন আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা যেন। আমার জীবনের এই পর্যায়ে এসে আমি চাই অনাস্বাদিত কিছু আগে দেখা হয়নি এমন কিছু জানতে, শিখতে, বুঝতে যা আমাকে একজন শিল্পী হিসেবেও এবং ব্যবসার দিক থেকেও অনেক সমৃদ্ধ করে তুলবে। আমার এআই ক্লোনের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আমি আশা করছি অনুরাগীদের সঙ্গে আমার সম্পর্ক আরও উন্নত হয়ে উঠবে।’

এই সব নিয়ে খবরে এলেন বলিউড সানি লিওনি। এবার নতুন প্রকল্প চালু হচ্ছে। যার দ্বারা সহজে কথা বলতে পারবেন সানি লিওনির সঙ্গে। ভিডিও করাও সম্ভব নায়িকার সঙ্গে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Isha Deol : ১২ বছরের সংসারে ইতি, ডিভোর্সের পথে এষা দেওল ও ভরত তখতানি

অরিজিৎ সিং থেকে অক্ষয়, জেনে নিন সারা দিনের বিনোদনের খবরাখবর লাইট ক্যামেরা অ্যাকশনে

Share this article
click me!

Latest Videos

বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj
চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের BGB? কড়া জবাব দেবে BSF | India Bangladesh Border |
স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?