বিপর্যস্ত যান চলাচল, মাঝরাস্তায় দেদার সেলিব্রেশন, শাহরুখের 'পাঠান' ঝড় সামলাতে রাস্তায় নামল পুলিশ

Published : Jan 25, 2023, 03:29 PM IST
shahrukh khan pathaan release fans celebration

সংক্ষিপ্ত

কলকাতার 'পাঠান' ঝড় সামলাতে রীতিমতো রাস্তায় নামতে হল পুলিশকে। ভক্তদের ভিড় সামলাতে গিয়েই নাজেহাল অবস্থা পুলিশের।

বুধবার সকাল থেকেই কলকাতার চিত্রটা পুরো আলাদা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেল 'পাঠান' । আর মুক্তির পাওয়ার পর ফার্স্ট ডে ফার্স্ট শো নিয়ে উত্তেজনা যেন টগবগিয়ে ফুটছে। কোনওভাবেই যেন তর সইছে না। আসলে হওয়াটাই স্বাভাবিক দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান। ভক্তদের সামনে অ্যাবস নিয়ে হাজির হচ্ছেন বলিউডের বাদশা। দক্ষিণ কলকাতার চিত্রটা যেন ভয়াবহ। কলকাতার 'পাঠান' ঝড় সামলাতে রীতিমতো রাস্তায় নামতে হল পুলিশকে। ভক্তদের ভিড় সামলাতে গিয়েই নাজেহাল অবস্থা পুলিশের।

কলকাতায় পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শো নিয়ে মিছিল তো চলছেই, সঙ্গে কাতারে কাতারে মানুষের ঢল নামছে তিলোত্তমায়। পুলিশি চেষ্টাতেও যান চলাচল স্বাভাবিক হয়নি। কেক কাটা থেকে, গান চালিয়ে ধামাকাদার সেলিব্রেশন মত্ত অনুরাগীরা। তাসা-ঢোল নিয়ে মাঝরাস্তায় বেরিয়ে পড়েছেন শাহরুখ ভক্তরা। প্রতিটা প্রেক্ষাগৃহের সামনে উপচে পড়ছে মানুষের ভিড়। ভক্তদের দরবারে চার বছর পর হাজির হচ্ছেন মসিহা। সেই উত্তেজনা ধরে রাখতে পারছেন না ভক্তরা।

 

 

মাল্টিপ্লেক্সের চিত্রটাই যেন আজ পুরো ভিন্ন। কাতারে কাতারে মানুষের ভিড় জমছে মাল্টিপ্লেক্সের সামনে। কলকাতার কম-বেশি প্রতিটা মাল্টিপ্লেক্সেই 'পাঠান'-এর শো রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত। ইতিমধ্যেই সেখানে লম্বা লাইন। সিঙ্গল স্ক্রিনের মতোই মাল্টিপ্লেক্সে 'পাঠান' নিয়ে দারুণ উন্মাদনা শুরু হয়েছে। ছবির অ্যাডভান্স বুকিংও প্রচুর পরিমাণে রয়েছে। শো দেওয়া মাত্রই সমস্ত শো হাউজফুল হয়ে যাচ্ছে। ২৫ ও ২৬ তারিখ প্রতিটা শো হাউজফুল হয়েছে। আইনক্সেও সকাল ৭ টার আগে শো-টাইম রেখেছে। সরস্বতী পুজোর একদিন আগে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত টিকিট বুকিং হয়ে গেছে কলকাতার সিনেমাহলগুলিতে। ফার্স্ট ডে ফার্স্ট শো -তে হাউজফুল রয়েইছে পাশাপাশি পরপর শো নিয়ে টিন-এজারদের মধ্যে উত্তেজনা টগবগিয়ে ফুটছে। বুধবার সকাল থেকেই যা অবস্থা তাতে বলিউড সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে পাঠান মুক্তির দিন। শাহরুখ মানেই টানটান উত্তেজনা। ২০২৩ সালে 'পাঠান' দিয়ে বলিউডে কামব্যাক করছেন বলিউডের বাদশা শাহরুখ খান। শাহরুখ ছাড়াও এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। অতিথি শিল্পী হিসেবে সলমন খানকেও দেখা যাবে ছবিতে। অভিনয়ের পাশাপাশি এই ছবিতে প্রযোজনাও করছেন শাহরুখ খান। ছবির ট্রেলার থেকে গান 'পাঠান' ছবি নিয়ে চর্চা যেন মোটেই থামছে না। 'পাঠান' ঝড়ে কাঁপছে কলকাতা। মুক্তি পাওয়ার পরও ছবিকে ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

বদলে দেওয়া হয়েছিল সিনেমার গল্প, সিকান্দার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রশ্মিকা
মেয়ের পর পাশে পেলেন পরিচালক কৈলাস মেননকে, ফের বিতর্ক এআর রহমানের মন্তব্য ঘিরে