আসতে চলেছে মহারাজের বায়োপিক, ছবির স্ক্রিপ্ট নিজেই লিখছেন সৌরভ, কে অভিনয় করছেন জানেন?

Published : Jan 25, 2023, 02:56 PM ISTUpdated : Jan 25, 2023, 03:05 PM IST
Sourav Ganguly

সংক্ষিপ্ত

খেলা সংক্রান্ত কাজ নয় বরং সিনেমার কাজের জন্যই মায়ানগরীতে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি নিজের বায়োপিক নিয়ে জরুরি তথ্য শেয়ার করলেন মহারাজ। জানা গিয়েছে, নিজের ছবির চিত্রনাট্য নিজেই লিখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

 

খুব শীঘ্রই আসতে চলেছে মহারাজ সৌরভ গাঙ্গুলির বায়োপিক। অবশেষে নিজের বায়োপিক নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি নিয়ে জোরকদমে প্রস্তুতি চলছে । মহারাজকে পর্দায় দেখার উত্তেজনাও তৈরি হয়ে গিয়েছে এখন থেকেই। ক্রিকেটের সঙ্গে বিনোদন জগতের যে নিবিড় সম্পর্ক রয়েছে, তা সকলেরই জানা। এবার গুরুদায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলা সংক্রান্ত কাজ নয় বরং সিনেমার কাজের জন্যই মায়ানগরীতে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি নিজের বায়োপিক নিয়ে জরুরি তথ্য শেয়ার করলেন মহারাজ। জানা গিয়েছে, নিজের ছবির চিত্রনাট্য নিজেই লিখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, ইতিমধ্যেই বায়োপিকের প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। ছবির চুক্তি চূড়ান্ত করতেই তিনি মুম্বইতে রয়েছেন। সৌরভ জানিয়েছেন, এই মুহূর্তে হাতে বেশ কয়েকটি কাজ নিয়েই মুম্বইতে রয়েছি। বায়োপিকের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা চলছে। আমি নিজেই ছবির স্ক্রিপ্ট লিখছি। চিত্রনাট্য নিয়ে আলোচনা হবে লাভ প্রোডাকশনের সঙ্গে। বেশ কয়েকমাস ধরেই কাজ চলছে। আসলে আমার এবং প্রোডাকশন হাউসের টাইম এক হচ্ছিল না। তাই কাজটি গতি পাচ্ছিল না। এবার তাড়াতাড়ি কাজ শেষ হবে।

রাজনৈতিক চরিত্র থেকে, রূপোলি পর্দার অভিনেতা- অভিনেত্রী, খেলোয়াড়, সবাইকে নিয়েই বায়োপিকে মজেছে বলিউড। এর আগেও মহেন্দ্র সিং ধোনির বায়োপিকও বক্সঅফিসে সাড়া ফেলেছিল। সচীন তেন্ডুলকরের তথ্যচিত্রও বেশ জনপ্রিয় হয়েছিল। এবার পালা 'দাদা'র। আসতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। সবচেয়ে বড় বিষয় হল,বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে অভিনয় করেছেন,তা নিয়েই উত্তাল নেটদুনিয়া। অনেকদিন ধরেই মহারাজার বায়োপিক নিয়ে জল্পনা চলছিল। সৌরভকে একবার প্রশ্ন করা হয়েছিল আপনার বায়োপিকে কাকে দেখতে চান,সৌরভের উত্তর ছিল রণবীর কাপুর। তবে কি রণবীরকে নিজের বায়োপিকে দেখতে চান সৌরভ। যদিও প্রাক্তন অধিনায়করে মুখ্য ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা বাড়ছে অনুরাগী মহলে। সূক্ষের খবর, সৌরভের চরিত্রে দেখা যেতে পারে রণবীর কাপুরকে। এমনকী সৌরভের চরিত্রে রণবীরের নামও নাকি চূড়ান্ত। সঞ্জয় দত্তের বায়োপিকে যেভাবে ফাটিয়ে অভিনয় করেছেন রণবীর কাপুর তারপরই কি সৌরভ গাঙ্গুলির বায়োপিকের জন্য রণবীরকেই ভাবা হচ্ছে। বায়োপিকের জল্পনা শুরু হবার পরই এই নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। তবে সম্প্রতি সৌরভ জানান, এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আশা করি খুব শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্ত শেয়ার করতে পারব। ছবি মুক্তির তারিখও এখন পর্যন্ত ঠিক হয়নি, তবে সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

 

 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Car Accident: পথ দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কলের গাড়ি, কেমন আছেন এই তারকা দম্পতি?
বদলে দেওয়া হয়েছিল সিনেমার গল্প, সিকান্দার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রশ্মিকা