এতদিন পর কেন অতীতের বিষয় মুখ খুললেন প্রিয়াঙ্কা? জানালেন কাদের জন্য বলিউড ছেড়েছিলেন

Published : Apr 04, 2023, 12:03 PM IST
Priyanka Chopra Bollywood

সংক্ষিপ্ত

প্রিয়াঙ্কাকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় এতদিন পর কেন অতীতের বিষয় মুখ খুললেন? এর উত্তরে নায়িকা জানান আসল কথা।

ফের খবরে প্রিয়াঙ্কা চোপড়া। কদিন পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলার সময় প্রিয়াঙ্কা বলেন, বলিউডে বেশ ভালো সময়ের মধ্যে দিয়েই তিনি যাচ্ছিলেন। তবে বেশি কিছু লোকজনের সঙ্গে তার বিরোধ এবং ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে তিনি একঘরে হয়ে গিয়েছিলেন। সে সময় ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে তিনি বিরক্ত হয়ে উঠেছিলেন। তখন তার ম্যানেজার অঞ্জুলা আচার্য তাঁকে বিপদ থেকে উদ্ধার করেন। ম্যানেজারের বুদ্ধিতেই তিনি সাফল্য পান। প্রিয়াঙ্কার এই বক্তব্য প্রকাশের পরই কঙ্গনা নিজের মন্তব্য প্রকাশ করেন। প্রিয়াঙ্কার বিদেশ গমনের জন্য কঙ্গনা দায়ি করেছেন করণ জোহরকে। আর এই নিয়ে সকাল থেকে সরগরম সোশ্যাল মিডিয়া।

এবার ফের সেই বিষয় মুখ খুললেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় এতদিন পর কেন অতীতের বিষয় মুখ খুললেন? এর উত্তরে নায়িকা জানান, আমায় পডকাস্ট শোতে আমার জীবনের সফরের কথা জিজ্ঞাসা করা হয়েছিল। আমি তখন আমার ১০, ১৫, ২২, ৩০, ৪০ বা যা খুশি বছরের কী কী হয়েছিল সবটাই বলি। আমি যা বলেছিলাম সত্যই বলেছি। আমি এখন আত্মবিশ্বাসী। আর সেই কারণেই আমার জীবনের ওই অধ্যায়ের বিষয়ে আমি এখন স্বচ্ছন্দে কথা বলতে পারছি। আমার মনে হয় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে বলা যায় আমি কী কী ফেস করেছিলাম। যা হয়েছিল আমি সেটাকে ভুলে গেছি। ক্ষমা করে দিয়েছি। জীবনে এগিয়ে গিয়েছি আমি। এখন আমার জীবনে শান্তি আছে। আর সেই কারণেই আমি গোটা বিষয়টা নিয়ে এভাবে খোলামেলা ভাবে কথা বলতে পারছি।

এদিকে, প্রিয়াঙ্কার বিদেশ যাওয়া নিয়ে এক সময় নানান মন্তব্য করেন কঙ্গনা। প্রিয়াঙ্কার প্রথম সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর কঙ্গনা একাধিক টুইট করেন। প্রিয়াঙ্কার হয়ে কথা বলেছিলেন কঙ্গনা। বলেছিলেন, ‘... বলিউডের কিছু লোকজন প্রিয়াঙ্কার বিরুদ্ধে দল বেঁধেছিলেন। তাঁকে নিয়মিত আক্রমণ করা হত। এক প্রকার তাঁক ধাওয়া করে এখান থেকে তাড়ানো হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রি একজন স্বনির্ভর মহিলাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। সবাই জানেন করণ জোহর তাঁকে নিষিদ্ধ করেছিলেন।’ কঙ্গনা আরও বলেন, সে সময় মিডিয়াতেও করণের সঙ্গে প্রিয়াঙ্কার বিবাদের কথা উঠে এসেছিল। শাহরুখ খান ও মুভি মাফিয়াদের বন্ধু করণ জোহর এতটাই হেনস্তা করেছে প্রিয়াঙ্কাকে যে ও ভারত ছাড়তে বাধ্য হয়েছে।

 

আরও পড়ুন

বর হিসেবে কাকে পছন্দ জানালেন সারা, চিনে নিন নায়িকার পছন্দের মানুষকে

সন্তানের দায়িত্ব চেয়ে আদালতের দারস্থ নওয়াজ, ফের বিতর্কীত মন্তব্য স্ত্রী আলিয়ার

স্বস্তিকার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি, পুলিশের দ্বারস্থ অভিনেত্রী

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে